ল্যাটিন আমেরিকা থেকে প্রথম ন্যাটোর অংশীদার হতে যাচ্ছে কলম্বিয়া

Spread the love

বিশেষ প্রতিনিধি, 

ন্যাটোর অন্যতম অংশ হতে চলেছে কলম্বিয়া৷ আগামী সপ্তাহে আনুষ্ঠানিকভাবে প্রথম ল্যাটিন আমেরিকান দেশ হিসেবে ন্যাটোর অংশীদার হতে যাচ্ছে তারা। শুক্রবার কলম্বিয়ার প্রেসিডেন্ট জুয়ান ম্যানুয়েল সান্টোশ একথা বলেন। সান্টোশ বলেন, বিশ্বের দরবারে কলম্বিয়ার ভাবমূর্তি উজ্জ্বল করবে এই অংশীদারিত্ব। আগামী সপ্তাহে আমরা আনুষ্ঠানিকভাবে ব্রাসেলসে ন্যাটোর অংশীদার হতে যাচ্ছি। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ন্যাটোতে কলম্বিয়ার অন্তর্ভুক্তি আন্তর্জাতিক ঘটনা৷ আমরাই ল্যাটিন আমেরিকার দেশগুলোর মধ্যে প্রথম এই বিশেষ সুবিধা পেতে যাচ্ছি।

সান্টোশ কলম্বিয়ার সরকার ও ফার্ক বিদ্রোহীদের মধ্যে প্রায় পঞ্চাশ বছর ধরে চলা রক্তক্ষয়ী সংঘর্ষ বন্ধ করার চেষ্টা চালানোর জন্য ২০১৬ সালে শান্তিতে নোবেল পুরস্কার পান। উল্লেখ্য, কলম্বিয়ার পাশাপাশি, আফগানিস্তান, অস্ট্রেলিয়া, ইরাক, জাপান ও কোরিয়া রিপাবলিক (দ. কোরিয়া), মঙ্গোলিয়া, নিউজিল্যান্ড ও পাকিস্তান ন্যাটোর অংশীদার হতে যাচ্ছে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*