রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের দেশ রাশিয়ায় ১৪ জুন থেকে বসছে ফুটবলের বিশ্বকাপের আসর। অধিকাংশ প্রাক্তন কোচ-খেলোয়াড়রা ২০১৮ বিশ্বকাপে তাদের ফেভরিট দল বেছে নিচ্ছেন। ভক্তরা মেতেছেন ফুটবল উন্মাদনায়। রাশিয়া প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বা কেন বাদ যাবেন। তিনিও তাঁর ফেভারিট দল বেছে নিয়েছেন। তাঁর মতে, রাশিয়া বিশ্বকাপে এবার স্পেনই তাঁর ফেভারিট। গত শুক্রবার এক সংবাদিক সম্মেলনে পুতিন স্পেনকে ফেবারিট ঘোষণা করেছেন। প্রশংসা করেছেন তাদের শক্তি-সামর্থ্য নিয়ে। তাদের ২০১০ সালে বিশ্বকাপ জয়ের কথাও উল্লেখ করেছেন তিনি।
রাশিয়ার বিশ্বকাপ আয়োজন নিয়ে পুতিন জানান, আমরা চাই বিশ্বকাপের উদযাপন সারা বিশ্ব ছড়িয়ে পড়ুক। রাশিয়া তা অর্জন করতে পারবে বলেও মনে করেন তিনি। বিশ্বকাপ আয়োজন নিয়ে পুতিন জানান, আমরা বিশ্বের কাছে রাশিয়ার ভাবমূর্তি উজ্জ্বল করতে ফুটবল বিশ্বকাপের আয়োজন করছি না। ভবিষ্যৎ প্রজন্মের জন্য করছি।
Be the first to comment