সামার সাফল্যে উচ্ছসিত উপত্যকা

Spread the love
বিশেষ প্রতিনিধি, 
বাবা জেলে৷ তার মেয়ে সিবিএসই-র দ্বাদশ শ্রেণির পরীক্ষায় গোটা জম্মু-কাশ্মীরে প্রথম স্থান অধিকার করেছে৷ বাবার কথাই সব চেয়ে বেশি মনে পড়ছে সামা শাবির শাহ’র৷ বিচ্ছিন্নতাবাদী নেতা সাবির শাহর মেয়ে সামা সাবির শাহ। সিবিএসই দ্বাদশ শ্রেণির পরীক্ষায় তার প্রাপ্ত নম্বর ৯৭.৮ শতাংশ। গোটা জম্মু ও কাশ্মীরে তিনিই প্রথম ৷ বাবা জেলে বন্দি ৷ তবে নিজে মুখেই সেই খুশির খবরটা তাঁর বাবাকে দিতে চেয়েছিলেন সামা ৷ আসলে এই বিরাট সাফল্যের পিছনে যে তাঁর বাবার বিরাট অবদান রয়েছে, সে কথা নিজে মুখেই জানিয়েছেন সামা ৷
ততক্ষণে গোটা দেশ জেনে গিয়েছে তাঁর সাফল্যের কথা ৷ কিন্তু সেই খবরটা তাঁর বাবার কানে গিয়ে পৌঁছয়নি হয়তো ৷ চিন্তা আর দুঃখে মনটা ভারাক্রান্ত খবরটা শোনার পর থেকেই ৷ তিহার জেলের দরজাটার সামনে পাঁচ ঘণ্টা ধরে অপেক্ষা করেছেন কিশোরী ৷ দীর্ঘক্ষণ অপেক্ষা শেষে জেলবন্দি বাবার সঙ্গে কুড়ি মিনিট দেখা করার অনুমতি পেয়েছিলেন সামা শাবির শাহ৷ 
শাবির জম্মু অ্যান্ড কাশ্মীর ডেমোক্র্যাটিক ফ্রিডম পার্টির নেতা। কাশ্মীরে অশান্তি ছড়াতে সন্ত্রাসবাদীদের অর্থ সরবরাহের অভিযোগে গত বছরের ২৩ সেপ্টেম্বর ইডি তাকে গ্রেফতার করে। বর্তমানে তিহার জেলে রয়েছে সে। 
এদিকে, সামা সাবিরকে টুইটে অভিনন্দন জানিয়েছেন জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতি। তিনি টুইট করে বলেন, রাজ্যের যুব সম্প্রদায়ের কাছে সামা সত্যিই অনুপ্রেরণার উৎস।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*