কালো কিংবা ধূসর নয়, সাদা কাক উদ্ধার হলো বেলদা থেকে। এতে শোরগোল পড়ে বেলদায়। সচরাচর সাদা রংয়ের কাকের এলাকায় দেখা না মেলায় কাকটিকে দেখতে ভিড় জমে উৎসাহী মানুষের। রবিবার বেলদা নন্দ মার্কেটের কাছে একটি পাঁচিলে বসে থাকতে দেখেন ব্যবসায়ী রামকৃষ্ণ মাইতি। উড়তে না পারায় পাখিটিকে ধরে রেখে বেলদা বন বিভাগে খবর দেন তিনি। তিনি বলেন,” কালো কিংবা ধূসর কাক দেখেছি, সাদা কাক চোখে পড়েনি। দেখেই ধরে আনি। কাকটির বয়স কম উড়তে পারছে না।” এলাকায় এধরনের পাখি দেখে বেশ শোরগোল পড়ে। বেলদা বন বিভাগ কাকটিকে উদ্ধার করে আনে। পর্যবেক্ষণে রাখার পর প্রকৃতিতে ছেড়ে দেওয়া হবে বলে জানিয়েছে বন দপ্তর।
Be the first to comment