ইংল্যান্ড নিজেদের মাঠ লর্ডসে চারদিনেই হেরে বসলো। সিরিজের প্রথম টেস্ট ৯ উইকেটের বড় ব্যবধানে জিতে নিলো পাকিস্তান। লর্ডস টেস্টের প্রথম ইনিংসে ১৭৯ রানের বড় ব্যবধানে পিছিয়ে পড়াটাই ইংল্যান্ডকে ডুবিয়েছে। পাকিস্তানি বোলারদের দাপটে প্রথম ইনিংসে মাত্র ১৮৪ রানে গুটিয়ে যায় ইংল্যান্ডের ইনিংস। পাকিস্তানের প্রথম ইনিংস শেষ হয় ৩৬৩ রানে। দ্বিতীয় ইনিংসে ইংল্যান্ড ২৪২ রান করে। চতুর্থ দিনে পাকিস্তানের সামনে জয়ের জন্য লক্ষ্য দাঁড়ায় মাত্র ৬৪ রান। দ্বিতীয় ইনিংসের শুরতে ওপেনার আজহার আলীকে বোল্ড করেন জেমস অ্যান্ডারসন। এরপর আর কিছুই করতে পারেনি। হারিস সোহেল ৩৯ আর ইমাম-উল-হকের অপরাজিত ১৮ রানেই জয় এনে দেয় পাকিস্তানের। তৃতীয় দিনের শেষে ৬ উইকেটে ২৩৪ রান নিয়ে চতুর্থ দিনের খেলা শুরু করে মাত্র ৮ রান যোগ করতে পারে ইংল্যান্ড। আগের দিনই হাফসেঞ্চুরি করা দুই ব্যাটসম্যান জস বাটলার(৬৭) আর ডম বেস(৫৭) খুব তাড়াতাড়িই আউট হয়ে যান। পাকিস্তানের পক্ষে ৪টি করে উইকেট নেন দুই পেসার মোহাম্মদ আমির ও মোহাম্মদ আব্বাস। দুই ম্যাচের টেস্ট সিরিজের দ্বিতীয় ও শেষ ম্যাচ হবে ১ জুন থেকে ৫ জুন। পাকিস্তান সিরিজে ১-০ এগিয়ে গেলো।
Be the first to comment