চিকিৎসার কারনে সোনিয়া গান্ধী রবিবার রাতে বিদেশ গেলেন। মায়ের সঙ্গে বিদেশ গিয়েছেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধীও। তবে বিদেশ যাওয়ার আগে সোশ্যাল মিডিয়ায় বিজেপি সমর্থিত নেটিজেনদের কটাক্ষ করলেন রাহুল। তিনি টুইটে লেখেন, বিজেপির সোশ্যাল মিডিয়ার সেনারা যেন তাঁর অনুপস্থিতিতে খুব বেশি চাপ নিয়ে কাজ না করে ফেলেন। তিনি খুব তাড়াতাড়ি ফিরে আসছেন।
উল্লেখ্য, রবিবার রাতে মায়ের সঙ্গে বিদেশ গিয়েছেন রাহুল। সোনিয়া গান্ধী ২০১১ সালে একটি অস্ত্রপোচার করান, সেইজন্যে তাঁকে একটি মেডিক্যাল চেকআপে যেতে হয়। রাহুল এক সপ্তাহের মধ্যে ফিরে এলেও, সোনিয়া সেখানে আরও কিছুদিন থাকবেন বলে খবর।
এদিকে গত সপ্তাহেই কংগ্রেস-জেডি(এস)-এর যৌথ সমর্থনে সরকার গঠন হয়েছে কর্ণাটকে। মুখ্যমন্ত্রী পদে শপথ নিয়েছেন এইচডি কুমারাস্বামী। তবে এখনও অবধি কোন মন্ত্রী কোন দফতর সামলাবেন সেই বিষয় চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করা হয়নি। সেই প্রক্রিয়াটা রাহুলের অনুপস্থিতিতে আরও একটু ধাক্কা খেল বলে মনে করছে রাজনৈতিক মহল। যদিও কংগ্রেসের তরফে জানানো হয়েছে, কোনওরকমের অসুবিধাই হবে না, কারণ রাহুলের সঙ্গে সর্বক্ষণই ফোনে যোগাযোগ করা যাবে। আগামী দু-একদিনের মধ্যে কোন মন্ত্রী কোন দফতর সামলাবেন কর্ণাটক মন্ত্রিসভায়, সেটা চূড়ান্ত হয়ে যাবে।
Be the first to comment