বিশেষ প্রতিনিধি,
উত্তর কোরিয়ার নেতা কিম জং উন ও মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যে বৈঠকের প্রস্তুতি হিসেবে যুক্তরাষ্ট্রের একটি টিম উত্তর কোরিয়া গিয়েছে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
রবিবার এক টুইটে তিনি একথা জানিয়েছেন৷ এর আগে মার্কিন বিদেশমন্ত্রক জানিয়েছিল, যুক্তরাষ্ট্র ও উত্তর কোরিয়ার কর্মকর্তারা দুই কোরিয়ার সীমান্তবর্তী অসামরিক গ্রাম পানমুনজোমে সাক্ষাৎ করেছেন। টুইটে ট্রাম্প বলেন, কিম জং উন ও আমার মধ্যে বৈঠকের প্রস্তুতি সম্পন্ন করতে আমাদের যুক্তরাষ্ট্রের টিম উত্তর কোরিয়া পৌঁছেছে।
হোয়াইট হাউসের মুখপাত্র সারা স্যান্ডার্স জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের একটি দল রবিবার সিঙ্গাপুরের উদ্দেশ্যে দেশ ছেড়েছে। আগামী ১২ জুন সিঙ্গাপুরেই ট্রাম্প ও কিমের মধ্যে প্রস্তাবিত শীর্ষ বৈঠকটি হওয়ার কথা রয়েছে। যুক্তরাষ্ট্রর ও উত্তর কোরিয়ার নজিরবিহীন শীর্ষ বৈঠককে কেন্দ্র করে সপ্তাহজুড়ে চলা কূটনৈতিক উত্থান-পতনের পর পানমুনজোমে দুই কোরিয়ার নেতাদের বৈঠকটি ঘটনায় সর্বশেষ নাটকীয় মোড় সৃষ্টি করেছে।
Be the first to comment