রাজকুমার ঘোষ –
গতকাল শেষ হলো আইপিএলের একাদশতম আসর। এই আসরে চ্যাম্পিয়ানের ট্রফি উঠলো চেন্নাই সুপারকিংসের অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির হাতে। এই নিয়ে তিনবার অধিনায়ক হিসাবে ট্রফি জিতলেন ধোনি। এই কৃতিত্ব রয়েছে মুম্বাইয়ের অধিনায়ক রোহিত শর্মার। গতকাল হওয়া ফাইনালে হায়দ্রাবাদকে ৮ উইকেটে হারায় চেন্নাই। দুর্দান্ত শতরান করে ম্যাচের সেরা হন শেন ওয়াটসন। এছাড়াও গতকাল ফাইনালের পরে বিভিন্ন ক্যাটাগরিতে পুরস্কার প্রদান করা হয়। তবে উল্লেখযোগ্য ভাবে উপস্থিতি ছিলো দিল্লি ডেয়ারডেভিলস তথা ভারতের উদিয়মান তরুন ক্রিকেটার ঋষভ পন্থের। তার দল এবারের আইপিএলে সর্বশেষ স্থানে ছিলো। তা সত্ত্বেও তার উজ্জ্বল পারফরম্যান্স এবারের আইপিএলে সকলের কাছে বিশেষভাবে দৃষ্টি আকর্ষণ করেছে। গতকালের পুরস্কার বিতরনী অনুষ্ঠানে তাকে দেওয়া হলো টুর্নামেন্টের বেস্ট ইমার্জিং প্লেয়ার এবং বেস্ট স্টাইলিশ প্লেয়ারের পুরস্কার। টুর্নামেন্টে সবচেয়ে বেশি ছক্কা মেরেছেন তিনি। সবচেয়ে বেশি রান করার তালিকায় তিনি দ্বিতীয় স্থানে ছিলেন। প্রথম স্থানে থাকা হায়দ্রাবাদের অধিনায়ক কেন উইলিয়ামসন পেয়েছেন অরেঞ্জ ক্যাপ। টুর্নামেন্টের ভ্যালুয়েবল প্লেয়ার হয়েছেন কলকাতার সুনীল নারাইন। এই তালিজাতেও দ্বিতীয় স্থানে রয়েছেন ঋষভ পন্থ। টুর্নামেন্টে ঋষভ একটি শতরান সহ ৫টি অর্ধশতরান করে ৬৮৪ রান করেছেন। এর আগের আইপিএল সিজনেও ব্যাট হাতে সফল হয়েছিলেন তিনি। এর সাথে তিনি উইকেটকিপিংও করেন। মহেন্দ্র সিং ধোনির ভক্ত ২০ বছর বয়সী এই তরুন ভারতীয় দলেও সুযোগ পেয়েছেন ইতিমধ্যে। শ্রীলঙ্কায় অনুষ্ঠিত নিদহাসা ট্রফিতেও তিনি বেশ কিছু ম্যাচ খেলেছেন। এখনো সীমিত ওভারের ক্রিকেটে ভারতীয় দলে খেলছেন ধোনি এবং দিনেশ কার্তিকের মত তারকারা। তাই এই মুহুর্তে ভারতীয় দলে ঋষভের স্থান পাওয়াটা কঠিন। তবুও সে আশাবাদী। তিনি তার রাজ্য দলের হয়ে উইকেটকিপার ব্যাটসম্যান হিসাবে ভালো পারফর্ম করে যাচ্ছেন। ভারতের প্রাক্তন ক্রিকেটাররাও তার উচ্ছ্বসিত প্রশংসা করেছেন। এমনকি ওয়েস্ট ইন্ডিজের প্রাক্তন ক্রিকেটার ভিভ রিচার্ডস তার পাওয়ার হিটিং এর প্রশংসা করেছেন। ঋষভ পন্থ ভারতীয় ‘এ’ দলে সুযোগ পেয়েছেন ইংল্যান্ডের সফরে সীমিত ওভারের ম্যাচের জন্য। যে দলের কোচ রয়েছেন রাহুল দ্রাবিড়ের মত ব্যক্তিত্ত্ব। আশা করা যায় রাহুল দ্রাবিড়ের সান্নিধ্যে তিনি নিজেকে আরও পরিণত করবেন। আগামীদিনে ঋষভ পন্থ ভারতীয় দলের একজন গুরুত্বপূর্ণ ক্রিকেটার হয়ে উঠবেন এটাই আশা করা যেতে পারে। রোজদিনের তরফ থেকে আমরা তার উজ্জ্বল ভবিষ্যতের শুভেচ্ছা জানাই।
Be the first to comment