বয়স একটা সংখ্যা মাত্র জানালেন ধোনি

Spread the love

ম্যাচ ফিক্সিংয়ে জড়িয়ে থাকার জন্য দুই বছর নির্বাসনে ছিলো চেন্নাই সুপার কিংস। দুই বছর পর ফিরে এসেই আইপিএল-এ ফের চ্যাম্পিয়ন হয়েছে চেন্নাই সুপার কিংস। দলের নেতা হিসেবে নিজের সক্ষমতাটাও দেখিয়ে দিলেন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। টি-টোয়েন্টিতে তারুণ্যই সব! ধোনিরা সেই প্রবাদটা উল্টেই দিলেন। আইপিএলে সবচেয়ে বেশি বয়সের ক্রিকেটারদের নিয়ে চ্যাম্পিয়ন হওয়ার পরে ধোনি বলছেন, ‘আমার কাছে বয়স একটা সংখ্যা মাত্র। বয়সের চেয়ে ফিটনেসই বেশি গুরুত্বপূর্ণ। যেমন রাইডু, ও ৩৩, কিন্তু যথেষ্ট ফিট। সারা মাঠজুড়ে শট মারতে পারে। যারা মাঠে বেশি দৌড়তে পারে, তাদেরই ক্যাপ্টেনরা বেশি চায়। বয়স ১৯-২০ হলে তাকে ছটফটে হতে হবে। ওয়াটসন ৩৬-এও কী করল, নিজের চোখেই তো দেখলেন।’
ক্যারিবিয়ান অলরাউন্ডার ডোয়াইন ব্রাভোর মুখেও অভিজ্ঞতার কথা। তিনি বলেন, ‘চাপের মুখে যে অভিজ্ঞতাই কাজে লাগবে আমাদের, তা আগেই বলেছিলাম। ওয়াটসন সেটাই বুঝিয়ে দিল। গত দু’বছর আমরা একসঙ্গে ছিলাম না। এ বার একটা ম্যাচের পর চেন্নাই থেকেও চলে যেতে হয় আমাদের। তবু আমাদের লক্ষ্যস্থির ছিল সারা প্রতিযোগিতায়। রবীন্দ্র জাদেজা বলেন, ‘দু’বছর পরে ফিরে এসে চ্যাম্পিয়ন হওয়াটা বেশি আনন্দের।’

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*