গত বছর হারিকেন ইরমা ও মারিয়ার তাণ্ডবে ক্ষতিগ্রস্ত হয় ক্যারিবীয়ান দ্বীপপুঞ্জের বেশ কিছু স্টেডিয়াম। তার মধ্যে পাঁচটি স্টেডিয়াম সংস্কারের জন্য তহবিল সংগ্রহ করা হচ্ছে। তাই ৩১ মে লর্ডসে একটি চ্যারিটি ম্যাচ ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে বিশ্ব একাদশের আয়োজন করা হয়েছে। বিশ্ব একাদশের দলে রয়েছেন ইয়ন মর্গ্যান (অধিনায়ক), তামিম ইকবাল, দীনেশ কার্তিক, রশিদ খান, মিচেল ম্যাকক্লেনাগান, শোয়েব মালিক, থিসারা পেরেরা ও লুক রঞ্চি। ওয়েস্ট ইন্ডিজ দলে থাকবেন স্যামুয়েল বদ্রী, কার্লোস ব্রেথওয়েট, ক্রিস গেইল, এভিন লিউইস, মার্লন স্যামুয়েলস, আন্দ্রে রাসেলরা। বিশ্ব একাদশের দলে ছিলেন ভারতের অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া। আইপিএলের পর হার্দিক পান্ডিয়া অসুস্থ হয়ে পড়েন। তাঁর জায়গায় আইসিসি দলে অন্তর্ভূক্ত করেছেন ভারতের পেসার মহম্মদ শামিকে। শামি এই মূহুর্তে তাঁর স্ত্রীর সাথে একটি ঝামেলায় জড়িয়েছেন। যার কারণে তিনি বেশ কিছু আইনী সমস্যায় পড়েছেন। তবুও আইসিসি তাঁর ওপর আস্থা রেখে তাঁকে এই দলে নিয়েছেন। এছাড়াও কিছুদিন আগে ব্যক্তিগত কারণে এই চ্যারিটি ম্যাচে খেলা থেকে নিজের নাম প্রত্যাহার করে নিয়েছেন বাংলাদেশের অলরাউন্ডার সাকিব আল হাসান। তাঁর বদলে অন্তর্ভুক্ত হয়েছেন নেপালের উদীয়মান লেগ স্পিনার সন্দীপ লামিছানে।
Be the first to comment