দেশে ফিরে আবার ভারতে রশিদদের বিরুদ্ধে খেলতে আসছেন সাকিব

Spread the love

আইপিএলে এবার বাংলাদেশের অলরাউন্ডার সাকিব আল হাসানের ছিলো সপ্তম মরসুম। ২০১৮’র আইপিএলের সবকটি ম্যাচই খেলেছেন সাকিব। এবারের আইপিএলে তিনি প্রথমবার খেললেন সানরাইজ হায়দ্রাবাদের হয়ে। এর আগে সাকিব খেলতেন কলকাতা নাইট রাইডার্সের হয়ে। আগেও আইপিএলের ফাইনালে খেলেছেন কলকাতার হয়ে। কলকাতার দুটি আসরের ফাইনাল খেলে চ্যাম্পিয়ন দলের সদস্যও হয়েছিলেন তিনি। কিন্তু তৃতীয়বার ফাইনালে চ্যাম্পিয়ান হতে পারেনি হায়দ্রাবাদ। রবিবার চেন্নাই সুপারকিংসের বিরুদ্ধে ফাইনাল খেলে গতকালই দেশে ফিরে গেছেন। তবে তাঁর বিরাম নেই। এবার দেশের হয়ে খেলার জন্য আবার তাঁকে ভারতে আসতে হবে। এখন তাঁর মাথায় ঘুরছে আফগানিস্তানের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজ। যা হবে ভারতের মাটিতে। কালই দলের সঙ্গে দেরাদুনে আসতে হবে তাঁকে। তাঁর নেতৃত্বে ৩রা জুন থেকে শুরু হবে আফগানদের বিরুদ্ধে টি-টোয়েন্টির লড়াই। সাকিবের আইপিএল অভিজ্ঞতা দারুণ কাজে লাগবে বাংলাদেশের জন্য। সেই ব্যাপারে সাকিব নিজেই জানিয়েছেন, একই কন্ডিশনে ভারতে খেলা হবে। আইপিএলের অভিজ্ঞতা এখানে কাজে আসবে। যদিও দেরাদুনে আমাদের কোনো ম্যাচ হয়নি। তারপরেও আমার মনে হয় একই হবে। ভারতে সাধারণত যে ধরনের উইকেট থাকে ওই ধরনেরই হবে। এই অভিজ্ঞতাটা অবশ্যই কাজে আসবে। আফগানিস্তানের বিরুদ্ধে খেলার আগে সবচেয়ে বেশি আলোচনায় রয়েছেন আফগান লেগস্পিনার রশিদ খান। তাঁর বিরুদ্ধে খেলার জন্য গেম প্ল্যান করছে বাংলাদেশ। সাকিব যদিও সিরিজে র‌্যাঙ্কিংয়ের হিসেব অনুসারে আফগানদেরই ফেভারিট মনে করছেন। এই ব্যাপারে সাকিবের মত, আসলে টি-টোয়েন্টিতে ফেভারিট বা ফেভারিট না এই ধরনের কোনো তকমা থাকে না। যে কোনো দল যে কোনো সময় যে কাউকে হারাতে পারে। যেহেতু আফগানিস্তান আমাদের চাইতে র‌্যাঙ্কিংয়ে দুই ধাপ এগিয়ে, তো আমি বলবো ওরাই ফেভারিট।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*