হার্ট প্রতিস্থাপনের ৮ দিন পর দিলচাঁদ সিং এখন পুরোপুরি সুস্থ। তাকে ৭ দিনের মধ্যে হাসপাতাল থেকে ছুটি দেওয়া হবে। কিন্তু তার আগে দিলচাঁদ এর পরিবারকে শেখানো হবে কী ভাবে তাকে বাড়িতে দেখাশোনা করতে হবে । হার্ট প্রতিস্থাপনের পর দিলচাঁদ এখন হাসপাতালে হাঁটাচলাও করছে। ফর্টিস হাসপাতালের হার্ট প্রতিস্থাপন মেডিক্যাল বোর্ডের প্রধান ডঃ তাপস রায়চৌধুরি বলেন, এক মাস পার হলে একটা সস্তির নিঃশ্বাস ফেলব। এর পর পরবর্তী মাইলস্টোন কিন্তু তিন মাস। যদি ৩ মাস পার হয়ে যায়। তা হলে সেই ভাবে আর কোনও বড় ধরণের সমস্যা হওয়ার সম্ভবনা নেই। যদি ৬ মাস এর পর কোনও সমস্যা দেখা যায়। তা হলে সেখানে ঔষধ দিয়ে তাকে সারিয়ে তোলা যায়। প্রথম একমাস ও পরে ৪ মাস যদি যদি দিলচাঁদ পার করে যায়। তাহলে দিলচাঁদ পুরোপুরি বিপদমুক্ত।
তিনি বলেন, বাড়িতে ফেরার পর দিলচাঁদকে ইনফেকশন থেকে পরিবারের লোক বাঁচাবে। তার জন্য পরিবারের সদস্যদের বিশেষ প্রশিক্ষণ দেওয়া হচ্ছে । আর যেহেতু দিলচাঁদ এর বাড়ি কলকাতার থেকে অনেক দূরে ঝাড়খন্ডে। সেহুতু হঠাৎ দিলচাঁদ যদি অসুস্থ হয়ে পড়ে তার জন্য আমাদের ফোন করে কী পরামর্শ নেবে। সেই বিষয়েও বিস্তারিত ভাবে পরিবারের লোককে বোঝানো হচ্ছে।
তিনি বলেন, দিলচাঁদ এর পরিবারের লোককে একটি স্মার্ট ফোনও দেওয়া হবে। যাতে কোনও সময় সেই রুগিটি কোনও সমস্যায় পরলে দিলচাঁদ এর ছবি তুলে পাঠাতে পারে। তার পর সেই ছবি দেখে তার চিকিৎসা করা যেতে পারে। আর দিলচাঁদ যদি অসুস্থ হয়ে পরে তখন দিলচাঁদকে ঝাড়খন্ড থেকে অ্যম্বুলেন্সে করে কী ভাবে কলকাতায় ফর্টিস হাসপাতালে নিয়ে আসা হয়। তারও একটা পরিকাঠামো তৈরি করা হচ্ছে।
তাপস বাবু আরও বলেন, ৬ মাসের মধ্যে সুস্থ ও স্বাভাবিক জীবনে ফিরতে পারবে দিলচাঁদ। ৬ মাস পর দিলচাঁদ প্রায় সব ধরণের কাজ করতে পারবে। প্রতিদিন নিয়ম করে মেডিক্যাল বোর্ডের বৈঠক করা হচ্ছে। যে কী ভাবে দিলচাঁদ কে প্রথম ৬ মাস কী ভাবে তাকে চিকিৎসা করা যায়। সেই বিষয়ে আলোচণা করা হচ্ছে। আর দিলচাঁদ এর ঔষধ এর জন্য ইতিমধ্যেই শহরের বিভিন্ন কোম্পানির সাথে কথা বলা হচ্ছে। যদি তার ঔষধ এর ব্যবস্থা করা যায়।
Be the first to comment