মঙ্গলবার তৃণমূল যুব কংগ্রেসের অবস্থান বিক্ষোভের মঞ্চ থেকে কেন্দ্রীয় সরকার ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে একহাত নিলেন তৃণমূল কংগ্রেসের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়। এদিন পার্থ বাবু বলেন-
- পেট্রোল-ডিজেলের মূল্যবৃদ্ধিতে পরিবহণের উপর প্রভাব পড়ে। রাষ্ট্রের উপর প্রভাব পড়ে। এরকম নন রেসিডেন্ট প্রধানমন্ত্রী আমি দেখিনি। যিনি ভারতে থাকেন কম, বিদেশে থাকেন বেশী। মানুষের পাশে দাঁড়ানোর যে দায়িত্ব তা তিনি কোনদিনও পালন করেন নি।
- তলোয়ার দিয়ে মারার চেষ্টা চলছে। বিরোধী দলের কাজ আমাদের সারতে হচ্ছে। মানুষের হৃদয় মমতার মতো আর কেউ বোঝে না।
- মমতার অনুপ্রেরণায় আপনারা বুঝেছেন যে মমতা ছাড়া আন্দোলন অসম্ভব।
- যুব ও ছাত্র যুব এরাই দুই শক্তিশালী স্তম্ভ।
- কেন্দ্র সবকিছু চুসে খেতে চাইছে। রাজ্যের টাকা কেটে নেওয়ার দায়িত্ব কেন্দ্রের আছে। আগে কেন্দ্রের যে আর্থিক সাহায্য আসতো, তা বর্তমানে অনেকটাই কমে গেছে।
- অবিলম্বে পেট্রোল ও ডিজেলের দাম কমাতে হবে। না হলে এই বিক্ষোভ চলতেই থাকবে।
- অনান্য ছাত্রযুবরাও তো রাস্তায় নেই। এই সুজন-কুজন সবাইকে দেখতে পাচ্ছি।
- সবসময় তৈরি থাকবেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যুবদের উদ্দেশ্যে নির্দেশ দেবেন।
Be the first to comment