আরএসএসের অনুষ্ঠানে থাকবেন কংগ্রেসের এই নেতা !

Spread the love

বিশেষ প্রতিনিধি, 

মঙ্গলবার আরএসএসের ওয়েবসাইটে প্রাক্তন রাষ্ট্রপতি ও বর্ষীয়ান কংগ্রেস নেতা প্রণব মুখোপাধ্যায়ের আসার কথা ঘোষণা করা হয় ৷ ‘তৃতীয় বর্ষ ভার্গা’ অনুষ্ঠানে যোগ দেবেন প্রণব মুখোপাধ্যায়। বাছাই করা আরএসএস কর্মীদের প্রশিক্ষণ দিতে এই বিশেষ অনুষ্ঠান । উপস্থিত থাকবেন মোট ৬০০ আরএসএস কর্মী৷ জাতীয়তাবাদের ওপরই বক্তৃতা রাখবেন প্রণব ৷

দীর্ঘ রাজনৈতিক জীবন আরএসএসের মতাদর্শের বিরুদ্ধেই বারবার সওয়াল করেছেন তিনি ৷ কিন্তু সেই আরএসএসের সঙ্গেই নাকি হাত মেলালেন তিনি৷ এই নিয়ে বিতর্কের ঝড় উঠেছে৷ আগামী ৭ জুন নাগপুরে আরএসএসের অনুষ্ঠানে বক্তব্য রাখবেন প্রণব মুখোপাধ্যায় ৷

৬০-এর দশক থেকে কংগ্রেস দলের সঙ্গে যুক্ত প্রণব মুখোপাধ্যায় ৷

এই প্রসঙ্গে আরএসএসের সর্বভারতীয় মুখপাত্র অরুণ কুমার জানিয়েছেন, আমরা প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়কে অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে আমন্ত্রণ জানিয়েছি ৷ তিনি অনুষ্ঠানের আমন্ত্রন পত্র গ্রহণ করে অনুষ্ঠান আসার ব্যাপারে সম্মতি জানিয়েছেন ৷’

২০১২ সালে রাষ্ট্রপতি হওয়ার আগে পর্যন্ত যিনি কংগ্রেসের অন্যতম ত্রাতা হিসেবে কাজ করেছেন, সেই প্রণব মুখোপাধ্যায় কীভাবে আরএসএস-এর অনুষ্ঠানে যাচ্ছন ? সেই নিয়েই উঠছে প্রশ্ন ।

রাজ্যসভার সাংসদ অভিষেক মনু সিংভির দাবি, ‘প্রণব মুখোপাধ্যায় আরএসএসের অনুষ্ঠানে যোগ দিচ্ছেন ঠিকই ৷ কিন্তু তাঁর থেকেও বেশি গুরুত্বপূর্ণ যোগ দিয়ে তিনি কী বলবেন৷ তাই বক্তব্য রাখার পরই তাঁর সিদ্ধান্তের সমালোচনা করা উচিত৷

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*