রাজ্য পুলিশের ট্রাফিক বিভাগে ইতিমধ্যেই মহিলা পুলিশকর্মী থাকলেও কলকাতা পুলিশের ট্রাফিক বিভাগ এত দিন পুরোটাই পুরুষ নির্ভর ছিল। কিন্তু এবার কলকাতা পুলিশের ইতিহাসে এই প্রথম মহিলাদেরও যানবাহন শাসনের দায়িত্ব দেওয়া হবে।
জানা যায় কিছু দিন আগেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কলকাতা পুলিশে আরও বেশি মহিলা কর্মী নিয়োগের নির্দেশ দেন। তার পরেই মহিলা পুলিশের একটি নতুন ব্যাটালিয়ন তৈরির সিদ্ধান্ত নেওয়া হয়।
এই নতুন মহিলা ব্যাটালিয়নকে আরও আধুনিক এবং সময়োপযোগী প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। কনস্টেবল পদমর্যাদার এই পুলিশ কর্মীদের এক দিকে যেমন আইন শৃঙ্খলা রক্ষার প্রশিক্ষণ দেওয়া হচ্ছে, তেমনই বাইক-স্কুটার চালানো বা খালি হাতে শত্রুর মোকাবিলা করার যে পদ্ধতি তাও শেখানো হচ্ছে।
Be the first to comment