মেসির হ্যাটট্রিকে আর্জেন্টিনার প্রীতি ম্যাচে জয়

Spread the love

ফুটবল বিশ্বকাপের ২১তম আসর শুরু হবে রাশিয়ায় আগামী ১৪ই জুন। বিশ্বকাপের মঞ্চে নিজেদের সেরা প্রমাণ করার তাগিদে বিশ্বের ৩২টি দল ফুটবল যুদ্ধে নামবে। তবে তার আগে কয়েকটি প্রীতি ম্যাচ খেলে নিজেদের ঝালিয়ে নিতে চাইছে অংশগ্রহণকারী দলগুলো। সেইরকমই একটি প্রীতি ম্যাচে বুধবার হাইতির বিপক্ষে বিশ্বকাপের প্রস্তুতি শুরু করেছে দুইবারের বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। আর্জেন্টিনার বুয়েন্স আইরেসে হওয়া এই ম্যাচে হ্যাটট্রিক করলেন সুপারস্টার তারকা লিওনেল মেসি। তাঁর হ্যাটট্রিকে বিশ্বকাপের প্রস্তুতি পর্বটা ভালোই সারলো আর্জেন্টিনা। আজ ভোরে প্রীতি ম্যাচে হাইতিকে ৪-০ গোলে উড়িয়ে দিয়েছে আর্জেন্টিনা। ম্যাচের শুরু থেকে বলের নিয়ন্ত্রণ ছিলো আর্জেন্টিনার দখলে। স্পট কিকে দলকে এগিয়ে দেন অধিনায়ক মেসি। প্রথমার্ধের বাকিটা সময় আর গোল করতে পারেনি আর্জেন্টিনা। ৫৮তম মিনিটে নিজের দ্বিতীয় গোলের দেখা পান মেসি। এরপর ৬৬ মিনিটে হ্যাটট্রিক পূরণ করেন মেসি। আর্জেন্টিনার হয়ে এটি তার ৬৪তম গোল। তারপর আগুয়েরোকে দিয়ে ৫৯তম মিনিটে গোল করিয়ে আর্জেন্টিনার জয় নিশ্চিত করে ফেলেন মেসি।

ফাইল ছবি

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*