বিশেষ প্রতিনিধি,
ঘোষণা হল গোটা দেশ জুড়েই পেট্রোল এবং ডিজেলের দাম কমেছে। গতকাল যেখানে পেট্রোলের দাম হয়েছিল ৮১.০৬ পয়সা, পাশাপাশি ডিজেলের দাম বেড়ে ১৪ পয়সা বেড়ে লিটার প্রতি দাম দাঁড়িয়েছিল ৭১.৮৬ টাকা। সেখানে সাম্প্রতিক লিটার প্রতি পেট্রোলের দাম ৮১.০৫ টাকা ও ডিজেলের দাম ৭১.৮৫ টাকা। এক পয়সা দাম কমানো হল আজ৷
যদিও, এই অল্প দাম কমলেও দিল্লি এবং মুম্বাইয়ের মতো শহরে পেট্রোল আর ডিজেলের দাম সর্বকালের রেকর্ড ছুঁয়ে ফেলেছে। টানা ১৬ দিন ধরে চারটি মেট্রো শহরে প্রতি লিটারে ৩-৪ টাকা মূল্যবৃদ্ধির পর এই দাম কমার ব্যাপারটি এল। ১৩ মে থেকে ২৯ মের মধ্যে দিল্লিতে প্রতি লিটারে পেট্রোলের দাম বেড়েছিল ৩.৮ টাকা, কলকাতায় বেড়েছিল ৩.৭৪ টাকা, মুম্বইতে বেড়েছিল ৩.৭৬ টাকা এবং চেন্নাইতে বেড়েছিল প্রতি লিটারে ৪ টাকা করে। ডিজেলের দাম প্রতি লিটারে যথাক্রমে বেড়েছিল ৩.৩৮ টাকা, ৩.২৩ টাকা, ৩.৫৯ টাকা, ৩.৬২ টাকা।
Be the first to comment