এখনও জ্বলছে মালভিয়া নগরের আগুন, ঘটনাস্থলে দমকলের ৮০টি ইঞ্জিন

Spread the love

এখনও দাউদাউ করে জ্বলছে মালভিয়া নগর ৷ ঘটনাস্থলে পৌঁছেছে দমকলের ৮০ টি ইঞ্জিন ৷ কিন্তু সারারাত কেটে গেলেও আগুন নিয়ন্ত্রনে রীতিমত হিমশিম খেতে হয়েছে দমকল বাহিনীকে ৷ আগুন নিয়ন্ত্রনে আনতে অবশেষে ঘটনাস্থলে নামানো হয়েছে বায়ুসেনার চপার ৷ বুধবার সকালে পালাম বিমানবন্দর থেকে MI17 হেলিকপ্টারে করে জল নিয়ে যাওয়া হয় ঘটনাস্থলে ৷ রাজধানীর বুকে সাম্প্রতিক কালে এটাই সবচেয়ে ভয়াবহ অগ্নিকাণ্ড বলে জানা গিয়েছে৷

উল্লেখ্য, মঙ্গলবার সন্ধ্যেতে দিল্লির শপিং মলের কাছে ভয়াবহ আগুন লাগে ৷ মালভিয়া নগর এলাকায় প্রথমে একটি ট্রাকে আগুন লাগে ৷ এরপর তা দ্রুত ছড়িয়ে পড়ে পাশের একটি গোডাউনে ৷ আগুনের তীব্রতা এতটাই ছিল যে দক্ষিণ দিল্লির অনেকটা এলাকাজুড়ে কালো ধোঁয়ায় ঢেকে যায় ৷ প্রথমে ঘটনাস্থলে পৌঁছয় দমকলের ৩০টি ইঞ্জিন ৷ তবে পুলিশের অনুমান, ট্রাকটির মধ্যে রাবার এবং দাহ্য বস্তু থাকার জন্য দ্রুত এলাকা জুড়ে ছড়িয়ে পড়ে আগুন ৷ ভয়াবহ আগুনের জেরে আশেপাশের ১৩টি বিল্ডিংয়ে আগুন লেগে যায় ৷ এরমধ্যে রয়েছে একটি জিম এবং স্কুলও ৷ যদিও সবাইকে নিরাপদে বিল্ডিং থেকে বের করে আনা হয়েছে ৷ গোটা এলাকা কালো ধোঁয়ায় ঢেকে গিয়েছে ৷ তবে, এখনও অবধি কোনও হতাহতের খবর মেলেনি ৷

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*