দিল্লির আগুন নেভাতে নামানো হল সেনা

Spread the love

বিশেষ প্রতিনিধি, 

দিল্লির মালভিয়া নগরের রবার গোডাউনের আগুন ক্রমশ নিয়ন্ত্রণে আসছে৷ আগুনকে নিয়ন্ত্রণ করতে আকাশ পথে আগুনের ওপর জল ঢালা হয়৷ ইতিমধ্যেই সেই কাজ করতে নামানো হয় ভারতীয় সেনা৷

ভারতীয় সেনার Mi-17 হেলিকপ্টার জল দেওয়ার কাজ করছে৷ হেলিকপ্টারে বাঁধা ছিল একটি বড় জল ধরার ব্যাগ৷ যমুনা নদী থেকে সেই ব্যাগ ভর্তি করে জল এনে ফেলা হয় আগুনের ওপর৷ হেলিকপ্টারটিকে পালাম এয়ার ফোর্স স্টেশন থেকে উড়িয়ে আনা হয়েছে৷

মঙ্গলবার রাতে হঠাৎই আগুন লেগে যায় ওই রবার গোডাউনে৷ দমকলের ৩২ ইঞ্জিন আগুন নেভানোর কাজে লাগানো হয়৷ কিন্তু এলাকা ঘনবসতিপূর্ণ ও রাস্তা সরু হওয়ায় বেশ বেগ পেতে হচ্ছে দমকলকে৷ কাজ ব্যাহত হতে থাকে৷ এদিকে আগুন নেভাতে গিয়ে এক দমকলকর্মী আহত হন বলে প্রশাসন সূত্রে খবর৷

গুদাম সংলগ্ন বাড়িঘর ও বেশ কয়েকটি দোকানে আগুন ছড়িয়ে পড়ছে বলে দমকল সূত্রে খবর৷ ঘটনার পর এলাকা দ্রুত খালি করার নির্দেশ দেওয়া হয়৷

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*