বিশেষ প্রতিনিধি,
ফেসবুককে আগামী একমাসের জন্য নিষিদ্ধ ঘোষণা করা হচ্ছে পাপুয়া নিউগিনিতে। বিভিন্ন ফেক অ্যাকাউন্ট সনাক্ত করা সহ ভুল তথ্য এবং পর্নোগ্রাফি ছড়ানোর কারণে নিষিদ্ধ করা হচ্ছে বলে জানানো হয়েছে। দেশটির তথ্য ও যোগাযোগমন্ত্রী সাম বাসিল এ বিষয়ে জানিয়েছেন। তিনি আরো জানিয়েছেন, ফেসবুক বন্ধ করার মূল কারণ ব্যবহারকারীদের অ্যাকাউন্ট পর্যবেক্ষণ করা। বিশেষত ফেক কিংবা মিথ্যা সংবাদ প্রচার করা বন্ধ করার জন্য এ উদ্যোগ নেওয়া হয়েছে। ভুয়ো তথ্য ছড়ানো হচ্ছে ফেসবুক ব্যবহার করে বলে অভিযোগ দীর্ঘদিনের৷
এসময় তিনি নতুন করে একটি সামাজিক যোগাযোগ মাধ্যম তৈরি করার পরিকল্পনার কথাও জানান । অপরদিকে মিথ্যা সংবাদ প্রচারের কারণে বিশেষ করে ক্যামব্রিজ এনালিটিকার সাথে যোগাযোগের অভিযোগ ওঠার পর ফেসবুকের ওপর নজরদারি বাড়ানো হয়৷
Be the first to comment