আজ মহেশতলা উপনির্বাচনের ফল ঘোষণা। বিরোধীদের পিছনে ফেলে সহজেই জয় ছিনিয়ে নিলেন তৃণমূল প্রার্থী দুলাল দাস। দ্বিতীয় স্থানে আছে বিজেপি। তৃতীয় স্থানে রয়েছে বাম প্রার্থী। এদিন বাটানগর উচ্চ বালিকা বিদ্যালয়ে ভোট গণনা হয়। আর জয়ের পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে জয় উৎসর্গ করলেন তৃণমূল কংগ্রেসের এই জয়ী প্রার্থী।
গণনার শেষে তৃণমূল প্রার্থী দুলাল দাস ৬২ হাজার ৩২৪ ভোটের ব্যবধানে জয়ী হলেন। তৃণমূলের পরই এগিয়ে রয়েছে বিজেপি। তারা পেয়েছ ৪১ হাজার ৮৮২ ভোট। তৃতীয় স্থানে সিপিএম। তাদের প্রাপ্তি ৩০ হাজার ১৮০। বাম প্রার্থীরসমর্থনে কংগ্রেস কোনও প্রার্থী দেয়নি। সকাল আটটা থেকেই বাটানগর গার্লস স্কুলে পুলিসি নজরদারিতে শুরু হয় গণনার কাজ। গণনা কেন্দ্রে রয়েছে কঠোর নিরাপত্তা। তৃণমূল বিধায়ক কস্তুরী দাসের মৃত্যুতে ২৮ তারিখ এই কেন্দ্রে উপনির্বাচন হয়। কেন্দ্রীয় বাহিনীর তত্ত্বাবধানে শান্তিতেই হয়েছে উপনির্বাচন।
এদিকে জয়ের পর মহেশতলার মানুষকে ধন্যবাদ জানিয়েছেন তৃণমূল যুব কংগ্রেস সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন বিরোধীদের শত চোখ রাঙানিকে উপেক্ষা করে জয় ছিনিয়ে নিয়েছে মা-মাটি-মানুষের সরকার।
Be the first to comment