বৃহস্পতিবার ১০ রাজ্যের ৪টি লোকসভা কেন্দ্র ও ১০টি বিধানসভা কেন্দ্রে উপনির্বাচনের ফলাফল ঘোষণা। নজরে উত্তর প্রদেশের কৈরানা লোকসভা কেন্দ্র ও নূরপুর বিধানসভা কেন্দ্র। বিজেপির সামনে এসপি-বিএসপি-আরএলডি জোটের চ্যালেঞ্জ। এর আগে উত্তরপ্রদেশের ফুলপুর ও গোরক্ষপুর কেন্দ্র দুটি বিজেপির হাত থেকে ছিনিয়ে নেয় এসপি-বিএসপি জোট। এই সেই বিরোধী জোটে সামিল অজিত সিংয়ের দল আরএলডি। কৈরানার আরএলডি প্রার্থী তবসুম হাসান। ২০১৪-য় কৈরানা লোকসভা কেন্দ্রে ৫০ শতাংশেরও বেশি ভোট পেয়ে জিতেছিলেন বিজেপি প্রার্থী হুকুম সিং। তাঁর মৃত্যুতে এখানে উপনির্বাচন চলছে। বিজেপির টিকিটে দাঁড়িয়েছেন হুকুম সিংয়ের মেয়ে মৃগঙ্কা সিং।
এদিকে উত্তরপ্রদেশের কৈরানা লোকসভা কেন্দ্রে বিজেপির অস্বস্তি বাড়িয়ে এগিয়ে রয়েছে জোট সমর্থিত আরএলডি প্রার্থী তবসুম হাসান।
একনজরে দেখে নিন একনজরে ১০ বিধানসভা ও ৪ লোকসভা কেন্দ্রে কোন দল এগিয়ে রয়েছে-
উত্তরপ্রদেশের নূরপুর বিধানসভায় এগিয়ে- সপা
বিহারে যোকিহাট বিধানসভায় এগিয়ে- জেডিইউ
মহারাষ্ট্রের পলঘর লোকসভায় এগিয়ে- বিজেপি
ভান্ডারাগণ্ডিয়া বিধানসভায় এগিয়ে- বিজেপি
কৈরানায় পোস্টাল ব্যালট গোনা শেষ
কৈরানায় এগিয়ে- আরএলডি প্রার্থী
কর্ণাটকের আরআর নগর বিধানসভায় এগিয়ে- কংগ্রেস
ঝাড়খণ্ডের গোমিয়া বিধানসভায় এগিয়ে- জেএমএম
ঝাড়খণ্ডের সিলি বিধানসভায় এগিয়ে- জেএমএম
মেঘালয়ের আমপাতি বিধানসভায় এগিয়ে- কংগ্রেস
উত্তরাখণ্ডের খারালি বিধানসভায় এগিয়ে- বিজেপি
কেরলের চেনগান্নুর বিধানসভায় এগিয়ে- সিপিএম
Be the first to comment