কিছুক্ষণের মধ্যে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের একাধিক জায়গায় বজ্র-ঝড়ের সম্ভাবনা। বিশেষ করে নদিয়া, উত্তর ২৪ পরগনায় ঝড়ের পূর্বাভাস দেওয়া হয়েছে আবহাওয়া অফিসের তরফ থেকে। সঙ্গে বজ্রপাতের পূর্বাভাসও দেওয়া হয়েছে। এর সঙ্গে মাঝারি বৃষ্টি হতে পারে বলেও জানানো হয়েছে। মালদহের কিছু জায়গাতেও ঝড়-বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে।
আজ সকাল থেকেই গুমোট গরম। আর্দ্রতাজনিত অস্বস্তি সূচক মাত্রাও অনেকটাই বেশি রয়েছে। গত কয়েকদিন ধরে দক্ষিণবঙ্গে অস্বস্তির আবহাওয়া বজায় রয়েছে। আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, জুনের প্রথম সপ্তাহে রাজ্যে বর্ষা ঢুকতে পারে। নির্ধারিত সময়ের ৩ দিন আগেই কেরলে বর্ষা ঢুকে গিয়েছে। এই গতি স্বাভাবিক থাকলে আগামী ৭ থেকে ১০ দিনের মধ্যে রাজ্যে বর্ষা ঢুকতে পারে বলে মনে করছেন আবহাওয়াবিদরা।
Be the first to comment