বিজেপির রুখতে একের বিরুদ্ধে এক লাইনের এর টোটকা দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন আবারও সেই ১:১ তত্ত্বতেই নির্বাচন এর চ্যালেঞ্জ ছুঁড়ে দিলেন বিজেপিকে। মুখ্যমন্ত্রী বলেন বিজেপির শেষ ঘন্টা বেজে গিয়েছে।
পাশাপাশি এদিন ফের আঞ্চলিক দল গুলির পক্ষে সওয়াল করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, দেশের ১১ টি উপনির্বাচনে বিজেপি কার্যত পর্যুদস্ত। আর এদিন উত্তরকন্যায় বিজেপির বিরুদ্ধে আবারও ফেডারেল ফ্রন্ট এর ফর্মুলা উস্কে দিলেন তৃণমূল সুপ্রিমো।
অন্যদিক মহেশতলার নির্বাচনে তৃণমূলের জয়কে কূৎসার বিরুদ্ধে জয় বলেও মন্তব্য করেন তৃণমূল নেত্রী। এছাড়াও, এদিন রাজ্য পুলিশের দায়িত্ব ছাড়লেন সুরজিৎ কর পুরকায়স্থ। উত্তরকন্যায় নতুন ডিজি বীরেন্দ্র কে দায়িত্ব বুঝিয়ে দেন সুরজিৎ কর পুরকায়স্থ। রাজ্যের নিরাপত্তার কথা মাথায় রেখে সুরজিৎ করপুরকায়স্থকে নতুন নিরাপত্তা উপদেষ্টার দায়িত্ব দেওয়া হলো বলে জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
Be the first to comment