বিশেষ প্রতিনিধি,
বড়সড় বদল আসতে চলেছে জাপানের শ্রম আইনে ৷ বলা হয়েছে কর্মক্ষেত্রে অতিরিক্ত কাজ করার জন্য অর্থ পাবে না কর্মজীবীরা। ইতিমধ্যেই সংসদের নিম্নকক্ষে বিতর্কিত এই বিলটি পাস করা হয়েছে৷ সংবাদ সংস্থা এএফপির একটি প্রতিবেদনে জানানো হয়েছে আইনটির বাস্তবায়ন হওয়ার আগেই বিতর্কের মুখে পড়েছে৷
যদিও এখনও পর্যন্ত বিলটি সংসদের উচ্চকক্ষে যায়নি। আগামী মঙ্গলবার বিলটির সংসদের উচ্চপর্যায়ে পাস হওয়ার কথা৷ তারপরেই এটিকে কার্যকর বলে ধরা হবে৷ এদিকে নিম্নকক্ষে পাস হওয়ার পরই একে ঘিরে সমালোচনা শুরু হয়েছে। সমালোচকদের মতে, অতিরিক্ত কাজ করার পরও অর্থ না দেওয়া হলে অতিরিক্ত কাজের প্রতি আগ্রহ হারাবে সাধারণ চাকুরিজীবীরা।
তবে বিলটি সবার ক্ষেত্রে প্রযোজ্য নয় বলেও এএফপি’র প্রতিবেদনটিতে জানা গেছে। প্রতিবেদন অনুযায়ী, যেই ব্যক্তি বছরে কমপক্ষে ১০.৭৫ মিলিয়ন আয় করবে। এই আইনটি তার জন্য বলবৎ হবে। অর্থাৎ ১০ মিলিয়নের নিচে অতিরিক্ত কাজের জন্য অর্থ পাবে। যদিও শিনজো আবে সরকারের পক্ষ থেকে এ বিষয়টির পেছনে যুক্তি দেখিয়ে বলা হচ্ছে, ক্রমশ জনসংখ্যা কমে আসার চ্যালেঞ্জের জবাবে এ সংস্কারটি করা হচ্ছে।
Be the first to comment