ফল, সবজি, দুধ ব্যবসা বন্ধের ডাক দিল রাষ্ট্রীয় কিষাণ মহাসংঘ

Spread the love

পেট্রোল ডিজেলের দাম ক্রমাগত বাড়তে থাকায় বিপাকে পড়েছেন সাধারন মানুষ ৷ ভাড়াবৃদ্ধির দাবিতে আগেই ধর্মঘটের ডাক দিয়েছিল ট্যাক্সি সংগঠনগুলি ৷ আর এবার আন্দোলনে নামল রাষ্ট্রীয় কিষাণ মহাসংঘ ৷ এই আন্দোলনের জেরে খাদ্য দ্রব্যের দাম বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে ৷ শুক্রবার থেকে টানা ১০ দিন চলবে এই ধর্মঘট ৷ জ্বালানির মূল্যবৃদ্ধিতে উৎপাদন খরচ বেড়েছে ৷ সেই প্রতিবাদেই ফল, সবজি, দুধ ব্যবসা বন্ধের ডাক দিল রাষ্ট্রীয় কিষাণ মহাসংঘ ৷ এই কিষাণ মহাসংঘকে সমর্থন করে ধর্মঘটে সামিল হয়েছে ১১০টি কৃষক সংগঠন ৷

উল্লেখ্য, গত বছর কৃষক বিক্ষোভকে কেন্দ্র করে রক্তাক্ত হয়েছিল মধ্যপ্রদেশের মান্দাসুর এবং নীমাচ। ৬ কৃষকের মৃত্যু হয়েছিল ৷ সেই ঘটনার পুনরাবৃত্তি যাতে কোনও রাজ্যে না ঘটে, সেই কারণেই এবার তৎপর প্রশাসনও ৷

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*