নতুন রাজনৈতিক চাল কংগ্রেসের, হাতে হাত কংগ্রেস বিএসপির

Spread the love

বিশেষ প্রতিনিধি,

এই রাজনৈতিক পদক্ষেপ বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। তাঁর দেখানো পথেই হাঁটতে চলেছে কংগ্রেস।  ‌একের বিরুদ্ধে এক’‌ ফর্মুলা মেনে নিয়ে কয়েক মাস আগে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের গড় হিসেবে পরিচিত গোরখপুর ও ফুলপুরে হাত মিলিয়ে নিয়েছিলেন মায়াবতী ও অখিলেশ যাদব। তার ফলও মিলেছিল হাতেনাতে।

এবার মধ্যপ্রদেশ বিধানসভা নির্বাচনকে সামনে রেখে কাছাকাছি এলো কংগ্রেসবিএসপি। জোট করে বিজেপিকে রুখে দেওয়াই এখন প্রধান লক্ষ্য। কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী বিদেশ থেকে টুইটে লিখেছেন, ‘‌দেশজুড়ে উপ‌নির্বাচনে জয়ীদের শুভেচ্ছা। এই জয় ও পরাজয় থেকে সব দলকে মূল্যবান শিক্ষা নিতে হবে। নির্বাচনে কঠোর পরিশ্রম ও মনোনিবেশের জন্য কংগ্রেসের সব নেতা–‌কর্মীকে ধন্যবাদ। ভগবান সবার মঙ্গল করুন।’ রাজনৈতিক মহল মনে করছেন২০১৯ সালের লোকসভা ভোটের দিকে তাকিয়েই রাহুল এই টুইট করেছেন।

তবে একটি সূত্রের খবরমধ্যপ্রদেশ বিধানসভা নির্বাচনে জোট নিয়ে প্রাথমিক কথাবার্তা চলছে। তারপর ২০১৯ সালের মোদি–‌বিরোধিতাবিজেপি–‌বিরোধিতা যত বাড়ছেততই বাড়ছে ‘‌একের বিরুদ্ধে এক’‌ লড়াই তত্ত্বের গ্রহণযোগ্যতা।‌ বাকি বিরোধী দলগুলি সবাই এই তত্ত্বেই আস্থা রেখেছে। সেই আস্থার ওপর ভর করেই কংগ্রেস এখন মায়াবতীর দলের সঙ্গে জোট করতে মরিয়া। কারণ কংগ্রেসের সঙ্গে বিএসপির দলিত ভোট যোগ হলে বিজেপিকে আটকে দেওয়া সহজেই সম্ভব হবে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*