এবার আপনিও হয়ে যেতে পারেন পাঁচ কোটি টাকার মালিক ৷ আর এই সুযোগ দিচ্ছে আয়কর দফতর ৷ হ্যাঁ, এটাই সত্যি। আসলে ব্যাপারটা ঠিক কী একটু খোলসা করা যাক ৷ বেনামি সম্পত্তি বা অবৈধ কোনও লেনদেনের নির্দিষ্ট খবর আয়কর দফতরকে দিলেই এক কোটি টাকা পর্যন্ত জেতা যাবে। আর কারও কালো টাকার নির্দিষ্ট হদিশ দিলেই জেতা যাবে পাঁচ কোটি টাকা। শুধুমাত্র নির্দিষ্ট ফরম্যাটে তা পূরণ করে জমা করতে হবে আয়কর দপ্তরের বেনামি প্রহিভিশন ইউনিটে। আর তাহলেই মিলতে পারে বেনামি ট্র্যান্স্যাকশন ইনফরম্যান্টস রিওয়ার্ড, ২০১৮ প্রকল্পের মাধ্যমে পাঁচ কোটি টাকা। ১৯৮৮ সালের বেনামি সম্পত্তি লেনদেন আইন অনুযায়ী সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। বাজেয়াপ্ত করা হবে বেনামি সম্পত্তি।
এই আইনের সংশোধন হয়েছে ২০১৬ সালে। সেখানে বলা হয়েছে বিদেশে থাকা ব্যক্তিরাও এই পুরস্কার পেতে পারেন যদি সঠিক তথ্য দেওয়া হয় এবং তার ভিত্তিতে হদিশ পাওয়া যায় বেনামি সম্পত্তির। তবে যিনি এই তথ্য দিয়ে সাহায্য করবেন তাঁর পরিচয় গোপন রাখা হবে। তার সঙ্গে যোগ হল বেনামি সম্পত্তির হদিশ দিলে এক কোটি টাকার পুরষ্কার।
Be the first to comment