বিশেষ প্রতিনিধি,
ঝাড়খণ্ডের রাজেন্দ্র ইনস্টিটিউট অফ মেডিক্যালে চিকিৎসক–নার্সদের ধর্মঘটের জের৷ প্রাণ গেল ১৪টি রোগীর। জুনিয়র চিকিৎসক এবং নার্সদের ধর্মঘটে গত ৩৬ ঘণ্টায় মারা গিয়েছেন ১৪ জন রোগী।
গত শুক্রবার রাতে গীতাদেবী নাম এক রোগীকে হাসপাতালের একজন নার্স ইঞ্জেকশন দেন, যার জেরে মৃত্যু হয় ওই রোগীর। এরপরই গীতাদেবীর পরিবার ওই নার্সকে মারধর করেন। শনিবার সকাল থেকেই জুনিয়র ডাক্তার ও নার্সরা ধর্মঘটে চলে যান। এমনকী হাসপাতালে কোনও রোগীদেরকেও প্রবেশ করতে দেওয়া হয়নি। যে সব রোগী ভর্তি ছিলেন তাঁরাও ঠিকমতো ওষুধ ও চিকিৎসা পাননি। যার ফলে ১৪ জন রোগী বিনা চিকিৎসাতেই মারা যান।
ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী রঘুবর দাস রবিবার এই মারধরের কথা স্বীকার করে মুখ্য সচিব সুধীর ত্রিপাথি এবং স্বাস্থ্যমন্ত্রী রামচন্দ্র চন্দ্রবাঁশিকে জুনিয়র চিকিৎসক এবং নার্সদের সঙ্গে কথা বলতে বলেন। এই ঘটনায় মুখ্যমন্ত্রী জানান, প্রতিবাদ করার অধিকার সকলের আছে কিন্তু হাসপাতালে এ ধরনের ঝামেলা বরদাস্ত করা হবে না। শনি–রবিবার প্রায় ২ হাজার রোগি হাসপাতালের বর্হিবিভাগে দেখাতে এসে ফিরে গিয়েছেন।
Be the first to comment