মুম্বাইয়ে নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম ম্যাচ হেরে ভারত আজ পুনেতে সিরিজের দ্বিতীয় ম্যাচ খেলতে নামছে। স্বাভাবিক ভাবেই এই ম্যচটি বিরাটদের কাছে মরণ-বাঁচনের ম্যাচ। অস্ট্রেলিয়াকে হারানোর পর ভারতীয় সমর্থকরা ভেবেছিলেন নিউজিল্যান্ডকেও উড়িয়ে দেবেন বিরাট কোহলিরা। কিন্তু সেই স্বপ্নে আপাতত জল ঢেলে দিয়েছেন কেন উইলিয়ামসনরা। এখন ভারতীয়দের লক্ষ্য বুধবার পুণেতে ম্যাচ জিতে সিরিজে সমতা ফেরানো।
প্রথম ওয়ানডে ম্যাচে হারলেও ভারতীয় দলে খুব বেশি পরিবর্তন হবে না। আগের ম্যাচে মণীশ পাণ্ডেকে বাইরে রেখে দীনেশ কার্তিককে খেলানো হয়েছিল। হয়তো আজ ফলে মিডল অর্ডারের শক্তি বাড়াতে মণীশকে খেলানো হতে পারে। অধিনায়ক বিরাট দুরন্ত ছন্দে রয়েছেন। আগের ম্যাচে অসাধারণ শতরানও করেছেন। কিন্তু বাকি ব্যাটসম্যানরা বড় রান করতে পারেননি। যা ভারতীয় টিম ম্যানজমেন্টকে চিন্তায় রাখছে। বোলিং বিভাগ এখনও পর্যন্ত ভালই পারফরম্যান্স করেছে।
উলটোদিকে, নিউজিল্যান্ড ব্যাটিং এবং বোলিং, দু’টি বিভাগেই প্রথম ম্যাচে ভারতীয় দলকে টেক্কা দিয়েছে। তাদের নিয়ন্ত্রিত বোলিং ভারতীয় দলকে তিনশোর আগেই আটকে দিতে সক্ষম হয়েছে। এবং ব্যাটিংয়েও দারুণ পারফরম্যান্স করেছেন টেলর এবং লাথাম। ফলে এই দুই ব্যাটসম্যানের উপর দ্বিতীয় ওয়ানডে ম্যাচেও ভরসা রাখছে নিউজিল্যান্ড শিবির। ভারতীয় দল অবশ্য সিরিজে ফিরে আসার ব্যাপারে আশাবাদী। বিরাটের বিশ্বাস, দল ঠিক ঘুরে দাঁড়াবে। তবে তিনি নিউজিল্যান্ডকেও বেশ সমীহ করছেন। তাঁর মতে, দল হিসাবে নিউজল্যান্ড যথেষ্ট তৈরি। ফলে ওদের হারাতে একশো শতাংশেরও বেশি দিতে হবে।
Be the first to comment