পরীক্ষার হলে ঢুকতে বাধা, আত্মঘাতী ইউপিএসসি পরীক্ষার্থী

Spread the love

দেরি করে আসায় পরীক্ষার হলে ঢুকতে বাধা। বাড়ি ফিরে হতাশায় আত্মঘাতী ইউপিএসসি পরীক্ষার্থী বরুণ (২৮)। রবিবার ঘটনাটি ঘটেছে দিল্লির রাজেন্দ্রনগরে। মৃতের ঘর থেকে একটি সুইসাইড নোটও উদ্ধার করেছে পুলিশ। তাতে মৃত্যুর কারণ হিসেবে ইউপিএসসি পরীক্ষার অহেতুক কড়াকড়িকেই দায়ি করেছে সে। নোটে লেখা ছিল, কড়া নিয়মকানুন ভালো। কিন্তু অবস্থা বিশেষ শিথিলতাও প্রয়োজন।

একটি জাতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, রবিবার গোটা দেশ জুড়েই সিভিল সার্ভিসের প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয়। প্রায় ৩ লক্ষ পরিক্ষার্থী এই পরীক্ষায় অংশ নেয়। বরুণের পরীক্ষাকেন্দ্রটি ছিল পাহাড়গঞ্জে। কিন্তু পরীক্ষা হলে পৌছাতে কিছুটা দেরি হয়ে যায় তার। যেহেতু পরীক্ষা শুরু হয়ে গিয়েছে, তাই পরীক্ষা হলে প্রবেশের অনুমতি দেওয়া হয়নি। অনেক অনুনয় করেও অনুমতি মেলেনি। সাধারণত আইএএস, আইএফএস, আইপিএসের মত কেন্দ্রীয় সরকারের সর্বোচ্চ পদে নিয়োগ হয়ে এই পরীক্ষার মাধ্যমে। একমাত্র ভীষণ মেধাবী পড়ুয়ারাই প্রতিবছর ইউপিএসসি পরীক্ষার প্রস্তুতি নেয়। তেমনি, দীর্ঘ কয়েক বছর ধরেই এই পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছিল বরুণ। কিন্তু এবারের পরীক্ষা আটকে গেছে। আবার একবছর ধরে অপেক্ষার পালা। সম্ভবত এই মানসিক চাপ সইতে পারেনি সে। তাই শেষ পর্যন্ত চরম পথ বেছে নেয়।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*