‘যদি মানুষ চান তাহলে রাহুল গান্ধীকে প্রধানমন্ত্রী হওয়া থেকে কেউ আটকাতে পারবে না’, সোমবার কংগ্রেস সভাপতির প্রধানমন্ত্রী হওয়া প্রসঙ্গে একথাই বললেন বিহারের উপ-মুখ্যমন্ত্রী তেজস্বী যাদব। এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে তেজস্বী বলেন, প্রধানমন্ত্রী হওয়ার জন্য রাহুল সব দিক থেকেই যোগ্য। বহুদিন ধরে তিনি যেমন রাজনীতি করছেন সে কথা যেমন ঠিক, তার ওপর মা সোনিয়া গান্ধীর সঙ্গে রাজনীতির ময়দানে থেকে থেকে পোড় খাওয়া হয়ে উঠেছেন তিনি। এছাড়াও মা সোনিয়া গান্ধী রাহুলকে ধীরে ধীরে যোগ্য করে তুলেছেন। নিজে সরে এসে ছেলেকে বসিয়েছেন কংগ্রেস সভাপতির কুর্সিতে। আগের রাহুল গান্ধী আর বর্তমান রাহুলের মধ্যে যে বিস্তর ফারাক তা তাঁর বডি ল্যাঙ্গুয়েজেই স্পষ্ট। এছাড়াও প্রধানমন্ত্রীর বিভিন্ন কঠিন প্রশ্নের জবাব ঠাণ্ডা মাথায় দেন রাহুল।
পাশাপাশি এদিন ফেডেরাল ফ্রন্টের কথা উল্লেখ করে লালুপুত্র বলেন, বিজেপিকে রুখতে আমরা সব বিরোধীরা এক হয়ে লড়বো। আর দেশের মানুষ যদি চান রাহুলকে প্রধানমন্ত্রী হিসাবে দেখতে তাহলে কেউই তাঁদের আটকাতে পারবে না।
Be the first to comment