অবশেষে সেন্ট পলসের ছাত্র নিগ্রহ কান্ডে তৎপর হল কলেজ কর্তৃপক্ষ। ঘটনার তদন্তে ৮ সদস্যের বিশেষ কমিটি গড়া হয়ছে বলে খবর। সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে অভিযুক্ত অশিক্ষক কর্মী অনন্ত প্রামানিককে। আমহার্স্টস্ট্রিট থানার পুলিশ সূত্রে জানা গেছে, এই ঘটনায় গতকালই এফআইআর দায়ের করে নিগৃহীত ছাত্র। এফআইআরে কলেজের ইউনিট সভাপতি অর্ণব, অনন্ত প্রামানিক, অভিজিত দলুই এবং শেখ এনামূল হকের নাম রয়ছে।
প্রসঙ্গত, ছাত্র তহবিলের টাকার হিসেব জানতে চাওয়ায় কমনরুমে উলঙ্গ করে শারীরিক ভাবে নিগ্রহ করা হয় ওই যুবককে। এমনকি সেই ভিডিও ভাইরাল করার হুমকিও দেওয়া হয়। ঘটনটি ঘটেছিল মে মাসের ১৭ তারিখ। কিন্তু সম্প্রতি ভিডিওটি প্রকাশ্যে আসে। সেন্ট পলসের এই ঘটনায় প্রথম থেকেই কড়া অবস্থান নেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। এই ঘটনায় যে-ই জড়িত থাকুক, কাউকে রেয়াত করা হবে না বলে জানান তিনি। মূলত শিক্ষামন্ত্রীর নির্দেশেই আমহার্স্ট স্ট্রীট থানায় এফআইআর দায়ের হয়। শুধু তাই নয়, দোষীদের দ্রুত গ্রেফতারের নির্দেশও দেন তিনি।
Be the first to comment