ভাড়াবৃদ্ধির দাবিতে ৭ জুন, বৃহস্পতিবার থেকে ধর্মঘটের ডাক দিল জয়েন্ট কাউন্সিল অফ বাস সিন্ডিকেট। শুধুমাত্র কলকাতা ও দুই ২৪ পরগনাতেই এই ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে। ৭ জুন দাবি না মিটলে লাগাতার ধর্মঘটে যাবে তারা। সোমবারই বিষয়টি নিয়ে বৈঠকে বসেছিল জয়েন্ট কাউন্সিল অফ বাস সিন্ডিকেট। তারপরেই সিন্ডিকেটের সাধারণ সম্পাদক তপন বন্দ্যোপাধ্যায় ধর্মঘটের বিষয়টি জানান।
প্রসঙ্গত, এই ধর্মঘটে সামিল হচ্ছে মিনিবাস মালিকদের সংগঠনও। মূলত মিনিবাস অপারেটার্স কো-অর্ডিশন কমিটি ও জয়েন্ট কাউন্সিল অফ বাস সিন্ডিকেট যৌথভাবেই ধর্মঘটের ডাক দিয়েছে। বিভিন্ন বাসমালিক সংগঠনের বক্তব্য, পেট্রল ও ডিজেলের মূল্যবৃদ্ধি সহ একাধিক কারণে বাস চালানোর খরচ ক্রমশ বাড়ছে। অথচ খরচ বৃদ্ধির সঙ্গে সামঞ্জস্য রেখে ভাড়া বাড়ানো হয়নি।
এনিয়ে আগেও রাজ্য পরিবহন দফতরের দ্বারস্থ হয়েছিল সংগঠনগুলি। রাজ্য সরকারকে মঙ্গলবারের মধ্যে সিদ্ধান্ত জানানোর কথা বলা হয়েছিল। সেভাবে সাড়া না মেলায় ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে বলে দাবি সিন্ডিকেটের। চলতি বছরের ফেব্রুয়ারি মাসেও ভাড়াবৃদ্ধির দাবিতে ধর্মঘট ডেকেছিল বাস মালিক সংগঠন। পঞ্চায়েত ভোট সব নানাবিধ জটিলতার কারণে বিষয়টি নিয়ে তখন কোনও সিদ্ধান্ত নেয়নি রাজ্যের পরিবহন দফতর।
Be the first to comment