একের পর এক লোকসভা এবং বিধানসভা উপনির্বাচনে হার। তার উপর চাপ বাড়াচ্ছে শরিক দলগুলি ৷ জেডিএস এবং শিবসেনা ইতিমধ্যেই আলাদা হওয়ার হুমকি দিয়েছে ৷ পাশাপাশি লোকসভার আসন নিয়ে বিজেপির উপর চাপ বাড়াচ্ছে জেডিইউ ৷ এবার আর কোনও উপায় না দেখে শরিকদের মন ভাঙাতে ময়দানে নামলেন অমিত শাহ ৷
উল্লেখ্য, কয়েক মাস পরেই লোকসভা নির্বাচন ৷ কিন্তু তার আগেই বিজেপির বহুদিনের সঙ্গী শিবসেনার এনডিএ সংসর্গ ত্যাগ করার জল্পনাকে খানিকটা হলেও উস্কে দিয়েছিল ৷ আর এতেই যথেষ্ট চাপের মুখে বিজেপি ৷ এমনকী, সোমবারই শিবসেনা সাংসদ সঞ্জয় রাউত মোদি-শাহকে রীতিমত হুঁশিয়ারি দিয়ে বলেন, শিবসেনার সবথেকে বড় রাজনৈতিক শত্রু বিজেপি ৷ তাই আর উপায় না দেখে শরিক দল হিসেবে শিবসেনাকে কাছে টানতে শিবসেনা প্রধান উদ্ধব ঠাকরের সঙ্গে বৈঠকের সিদ্ধান্ত নিয়েছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ ৷ আগামী বৃহস্পতিবার বিকেলে মাতশ্রীতে উদ্ধব ঠাকরের বাসভবনে বৈঠক করবেন তাঁরা ৷
Be the first to comment