কলকাতায় বর্ষা আসছে কবে, কী বলছে আবহাওয়া দফতর

Spread the love
আগামী এক সপ্তাহের মধ্যে কলকাতা তথা রাজ্যে বর্ষা আসতে চলেছে। নির্দিষ্টভাবে বলতে গেলে ৮ থেকে ১১ জুনের মধ্যে রাজ্যে বর্ষা আসতে চলেছে। এমনটাই জানিয়েছে আবহাওয়া দফতর।
হাওয়া অফিসের তরফ থেকে উত্তর বঙ্গোপসাগরে তৈরি হতে যাওয়া নিম্নচাপের ওপর নজর রাখা হচ্ছে। এটা তৈরি হলেই বর্ষার আগমন সম্পর্কে স্পষ্ট তারিখ বলা সম্ভব হবে। এরই মধ্যে অবশ্য কলকাতা তথা রাজ্যে প্রাকবর্ষার বৃষ্টি চলছে। যার ফলে পারদের বৃদ্ধি কিছুটা নিয়ন্ত্রণেই রয়েছে। সোমবারও স্থানীয়ভাবে তৈরি হওয়া বর্জ্রগর্ভ মেঘের প্রভাবে কিছু কিছু জায়গায় বৃষ্টি হয়। অন্যদিকে আকাশ মেঘলা থাকায় সূর্যের চড়া তেজও পাওয়া যায়নি।
আট জুন থেকে উত্তর বঙ্গোপসাগরের ওপর ঘনীভূত হওয়া নিম্নচাপ এলাকার ওপর তাঁরা নজর রাখছেন। এটা এই অঞ্চলে বর্ষাকে ত্বরান্বিত করবে। এমনটাই জানিয়েছেন, কলকাতা আবহাওয়া দফতরের ডিরেক্টর জিকে দাস। কেরলে দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু এসেছে ২৯ মে। নির্দিষ্ট সময়ের তিনদিন আগে। এরপর থেকে মৌসুমী বায়ু দক্ষিণের রাজ্যগুলির দিকে এগিয়ে গিয়েছে। সোমবার মৌসুমী বায়ু প্রায় পুরো তামিলনাড়ু এবং কর্ণাটকের কিছু অংশে ছড়িয়ে পড়েছে। আবহাওয়া দফতরের তথ্য অনুযায়ী, সাধারণত ৮ থেকে ১০ জুন কলকাতায় বর্ষা আসে। তবে ২০১৫-তে তা এসেছিল ২০ জুন, ২০১৬-তে ১৭ জুন এবং ২০১৭-তে ১২ জুন।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*