বুধবার সকাল ৯টায় মাধ্যমিক পরীক্ষার ফলপ্রকাশ হবে ৷ মধ্যশিক্ষা পর্ষদের অফিস থেকে ঘোষিত হবে ফলাফল ৷ যদিও ফলাফল জানতে হলে আরও কিছু ঘণ্টা অপেক্ষা করতে হবে পরীক্ষার্থীদের ৷ এবছরের পরীক্ষার্থীর সংখ্যা ছিল ১১ লক্ষ ২ হাজারের বেশি ৷ প্রকাশ করা হবে ২০জনের মেধাতালিকা ৷
এদিকে আজই স্কুল থেকে পরীক্ষার্থীরা নিজেদের মার্কশিট তুলে নিতে পারবে ৷ স্কুল থেকে শংসাপত্রও পাওয়া যাবে ৷ যদিও তার আগে সকাল ১০টায় ওয়েবসাইট থেকেই জানা যাবে ফল ৷ দেখে নেওয়া যাক কোন ওয়েবসাইট গুলি থেকে জানা যাবে ফলাফল-
www.wbbse.org, http://wbresults.nic.in, www.exametc.co, www.indiaresults.com, http://timesofindia.com, www.school.gradeup.co, www.schools9.com, www.vidyavision.com, www.jagranjosh.com, www.results.shiksha, www.westbengalonline.in
Be the first to comment