বুধবার ৭৭ দিনের মাথায় ফল প্রকাশিত হল মাধ্যমিক পরীক্ষার ৷ মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি কল্যানময় গঙ্গোপাধ্যায় বুধবার সকাল ৯টায় ফল ঘোষণা করেন সল্ট লেকের নিবেদিতা ভবন থেকে ৷ প্রতি বছরের মতো এ বছরেও জেলার জয়জয়কার ৷ মেধা তালিকায় কোনওক্রমে টিঁকে রয়েছে শহর কলকাতা ৷
তবে এ বছর উল্লেখযোগ্য ভাল ফলাফল করে তালিকার একেবারে প্রথম সারিতে উঠে এসেছে উত্তরবঙ্গ। এ বছর মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল ১০ লক্ষ ৮৪ হাজার ১৭৮ জন ৷ ছাত্রদের থেকে ছাত্রীদের সংখ্যা ছিল ১১.৯১% বেশি ৷ এর মধ্যে সফল হয়েছে ৮ লক্ষ ৯৯ হাজীর ৫৬৪ জন ৷ এ বছরের পাশের হার ৮৫.৮৯% ৷ গত বছর পাশের হার ছিল ৮৫.৭৫% ৷
অন্যদিকে, আগামী বছর মাধ্যমিক পরীক্ষা শুরু হবে ১২ ফেব্রুয়ারি, শেষ হবে ২২ ফেব্রুয়ারি। তবে ফলাফলের নিরিখে সবচেয়ে বেশি সাফল্যের হার পূর্ব মেদিনীপুরে (৯৬.১৩%) ৷ দ্বিতীয় স্থানে রয়েছে পশ্চিম মেদিনীপুর (৯১.৭৫%) এবং তৃতীয় স্থানে রয়েছে কলকাতা (৯১.১১%) ৷
এখন এক নজরে দেখে নেওয়া যাক মেধাতালিকা-
- প্রথম হয়েছে কোচবিহারের সঞ্জীবনী দেবনাথ, তাঁর প্রাপ্ত নম্বর ৬৮৯
- দ্বিতীয় হয়েছে বর্ধমানের সাতগাছিয়ার শীর্ষেন্দু সাহা, তাঁর প্রাপ্র নম্বর ৬৮৮
- তৃতীয় হয়েছে ৩ জন; কোচবিহারের ময়ূরাক্ষী সরকার, জলপাইগুড়ির নিলাব্জা দাস এবং জলপাইগুড়ির মৃন্ময় মণ্ডল এদের ৩ জনেরই প্রাপ্ত নম্বর ৬৮৭
- চতুর্থ হয়েছে উত্তর চব্বিশ পরগণার প্রফুল্লনগরের দ্বীপ গায়েন, তাঁর প্রাপ্ত নম্বর ৬৮৬
- পঞ্চম স্থানে রয়েছে ৫ জন। কোচবিহারের অঙ্কিতা দাস, বাঁকুড়ার সুনিতি নন্দী, বাঁকুড়ার সৃজা পাত্র, কলকাতা রামকৃষ্ণ মিশনের অনিক জানা এবং কাঁচরাপাড়ার প্রথম কান্তি মজুমদার। এদের সকলেরই প্রাপ্ত নম্বর ৬৮৫।
- ষষ্ঠ স্থানে রয়েছে ৬ জন। যেমন মিনাখাঁর সুমিত বাগচী, জলপাইগুড়ির নিধি চৌধুরী, বর্ধমানের অরিত্রিকা পাল, বর্ধমানের প্রতিমান দে, বাঁকুড়ার শ্রুতি সিংহ মহাপাত্র এবং কলকাতার নব নালন্দার রৌনক সাহা। এদের সকলেরই প্রাপ্ত নম্বর ৬৮৪।
- সপ্তম স্থানে রয়েছে ৫ জন। তাঁদের মধ্যে রয়েছে- মহেশতলার হোমি রায়, বর্ধমানের দেবাঞ্জন ভট্টাচার্য, অরিন্দম ঘোষ, দক্ষিন দিনাজপুরের পারমিতা মণ্ডল এবং বরাহনগর রামকৃষ্ণ মিশনের স্বার্থক তালুকদার। এদের সকলেরই প্রাপ্ত নম্বর ৬৮৩।
- অষ্টম স্থানে রয়েছে- দেবস্মিত রায়, তাপস দেবনাথ, জমুনা নার্গিস, অরিন্দম সাহা, অনামিত্রা মুখোপাধ্যায়, দেবারতি পাঁজা, দিশা মণ্ডল, প্রেরণা মণ্ডল এবং রুপ সিংহ বাবু। সকলেই পেয়েছেন ৬৮২ নম্বর।
- নবম স্থানে রয়েছে ১১ জন। ঐতিহ্য সাহা, সায়ন্তিকা রায়, অম্লান ভট্টাচার্য, সায়ন্তন চৌধুরী, রফিকুল হাসান, সায়ন নন্দী, সৌত্রিক সুর, তন্ময় চক্রবর্তী, সোহম আহমেদ, সৈকত সিংহ রায় এবং স্বস্তিক ঘোষ। এদের সকলেরই প্রাপ্ত নম্বর ৬৮১।
- দশম হয়েছে- বৈদুর্য্য বিশ্বাস, মাথাভাঙা হাইস্কুল, কোচবিহার। প্রিমরোজ সরকার, আলিপুরদুয়ার নিউটাউন গার্লস হাইস্কুল। সুমন কুমার সাহা, মাথাভাঙা হাইস্কুল, কোচবিহার। মীর মহম্মদ ওয়াসিফ, রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ বিদ্যামন্দির, মালদহ।অরিত্র সরকার, এ সি ইনস্টিটিউশন। তামান্না ফিরদৌস, বামনগ্রাম এইচ এম এ এম হাইস্কুল। অন্বেষা দেঘুড়িয়া, বাঁকুড়া মিশন গার্লস হাইস্কুল। গৌরব মণ্ডল, বরজোড়া হাইস্কুল। মোনালিসা সামন্ত, ঘোড়াদহ এস সি হাইস্কুল। শুভম রায়, বি কে পি টি টি প্রবীর সেনগুপ্ত বিদ্যালয়। ইন্দ্রজিৎ মিশ্র, পুরুলিয়া রামকৃষ্ণ মিশন বিদ্যাপীঠ। অগ্নিভ সিনহা, তমলুক হ্যামিলটন হাইস্কুল। দেবান্যা প্রধান, বাগমারি নারীকল্যাণ শিক্ষাসদন। পবিত্র সেনাপতি, গভঃ স্পনসর্ড মাল্টিপারপস স্কুল ফয় বয়েজ, টাকি হাউজ। এদের সকলেরই প্রাপ্ত নম্বর ৬৮০।
Be the first to comment