আজকের দিন

Spread the love

সুনিল দত্ত
জন্মঃ ৬ই জুন, ১৯৩০ – ২৫শে মে, ২০০৫
তিনি একজন ভারতীয় চলচ্চিত্র অভিনেতা, প্রযোজক, পরিচালক এবং রাজনীতিবিদ। তিনি মনমোহন সিং-এর সরকারে “যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের” কেবিনেট মন্ত্রী ছিলেন। তার স্ত্রী নার্গিস  বিখ্যাত চলচ্চিত্র অভিনেত্রী ছিলেন এবং পুত্র সঞ্জয় দত্ত হিন্দি সিনেমার আরেকজন সফল অভিনেতা। তিনি ১৯৮৪ সালে কংগ্রেসে যোগ দিয়ে রাজনীতি শুরু করেন।
রোজদিনের পক্ষ থেকে তাঁকে জানাই শুভ জন্মদিন।
অজিঙ্কা মধুকর রাহানে
জন্ম: ৬ জুন, ১৯৮৮
তিনি একজন ভারতীয় ক্রিকেটার। তিনি ডানহাতি ব্যাটসম্যান হিসেবে ইংল্যান্ড দলের বিরুদ্ধে ২০১১ সালের সেপ্টেম্বরে এক দিনের আন্তর্জাতিকে এবং টেস্ট ক্রিকেটে ২০১৩ সালের মার্চে আত্মপ্রকাশ করেন। ২০০৭-০৮ সেশনে প্রথম শ্রেণীর ক্রিকেট  তার অভিষেক ঘটে । এছাড়াও তিনি টি-২০ আই  ক্রিকেট প্রতিযোগিতায় ২০১১ সালের আগস্টে ম্যানচেষ্টারে এবং শীঘ্রই ওডিআই ক্রিকেটে যোগ দেন।
রোজদিনের পক্ষ থেকে তাঁকে জানাই শুভ জন্মদিন।
আসিফ ইকবাল রাজভি
জন্ম: ৬ জুন, ১৯৪৩
তিনি ব্রিটিশ ভারতের হায়দ্রাবাদে জন্মগ্রহণকারী পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার। পাকিস্তান ক্রিকেট দলের অন্যতম সদস্য ছিলেন তিনি। দলে তিনি মূলতঃ ডানহাতি ব্যাটসম্যান ও কার্যকরী ডানহাতি মিডিয়াম বোলার। পাকিস্তান দলের অধিনায়কেরও দায়িত্ব পালন করেন। কাউন্টি ক্রিকেটে কেন্টের নেতৃত্ব দেন আসিফ ইকবাল। এছাড়াও, হায়দ্রাবাদ, করাচী, ন্যাশনাল ব্যাংক অব পাকিস্তান, পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইন্স দলে খেলেছেন। বর্তমানে তিনি আইসিসি’র ম্যাচ রেফারির  দায়িত্ব পালন করছেন।
রোজদিনের পক্ষ থেকে তাঁকে জানাই শুভ জন্মদিন।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*