১৯৩০ সালের ৬ জুন জন্মগ্রহণ করেন সুনিল দত্ত। তিনি একজন ভারতীয় চলচ্চিত্র অভিনেতা, প্রযোজক, পরিচালক এবং রাজনীতিবিদ। তিনি মনমোহন সিং-এর সরকারে “যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের” কেবিনেট মন্ত্রী ছিলেন। তার স্ত্রী নার্গিস বিখ্যাত চলচ্চিত্র অভিনেত্রী ছিলেন এবং পুত্র সঞ্জয় দত্ত হিন্দি সিনেমার আরেকজন সফল অভিনেতা। তিনি ১৯৮৪ সালে কংগ্রেসে যোগ দিয়ে রাজনীতি শুরু করেন।
আর বুধবার তাঁকে শ্রদ্ধা জানিয়ে টুইট করলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন টুইটে মুখ্যমন্ত্রী বলেন, কিংবদন্তী অভিনেতা এবং আমার প্রাক্তন সহকর্মী সুনীল দত্ত জি-র জন্ম বার্ষিকীতে ওঁনাকে স্মরণ করছি।
Be the first to comment