(প্রতীকী ছবি)
বুধবার বিধাননগর পুরনিগমের উদ্যোগে আয়োজিত হল এক ইফতার পার্টি। এদিন ১ নম্বর বোরোর চেয়ারম্যান শাহনওয়াজ মন্ডলের (ডাম্পি) উদ্যোগে ‘দাওয়াতে ইফতাই মজলিস’-এর আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মন্ত্রী পূর্ণেন্দু বসু, মেয়র সব্যসাচী দত্ত, হাজী নুরুল ইসলাম, ফুরফুরা শরীফের মেহরাব সিদ্দিকী, প্রবীর কর, এ কে এম ফরহাদ প্রমুখ। এদিন নিউটাউনের এই মজলিশে প্রায় ৫ হাজার মানুষ ইফতার করেন।
Be the first to comment