স্বয়ংসিদ্ধা’ অর্থাৎ স্বনির্ভর। এই প্রকল্পের উদ্দেশ্য অল্পবয়সী ছেলেমেয়েদের আইনশৃঙ্খলা সম্বন্ধে সচেতন করা, যাতে তারা তাদের পারিপার্শ্বিক মানুষগুলোকে সচেতন করতে পারে। এবার বাল্য বিবাহ এবং নারী পাচার রুখতে কলকাতা পুলিশ নিয়ে এল স্বয়ংসিদ্ধা প্রকল্প। ইচ্ছুক পড়ুয়াদের নিয়ে এখন স্কুল-কলেজে স্বয়ংসিদ্ধা বাহিনী গঠন করা হয়েছে। এই বাহিনীতে যারা আছে তাদের বয়স ১২ থেকে ২১ বছরের মধ্যে।
৩৮৬২ জন ছেলেমেয়ে ‘স্বয়ংসিদ্ধা’ বাহিনীর সদস্য হয়েছে এখনও পর্যন্ত। তাঁর মধ্যে ৬৯ শতাংশ মেয়ে ও ৩১ শতাংশ ছেলে। ২০০ জন শিক্ষককে স্কুলগুলি মেন্টর বা উপদেষ্টা হিসেবে চিহ্নিত করেছে। এই প্রকল্পের একদিক যেমন পুলিশ ও শিশু সুরক্ষা কমিটির সঙ্গে যৌথ উদ্যোগে অপরাধমুক্ত সুস্থ সমাজ গড়ে তোলা, তেমনই সমাজের প্রান্তিক মানুষদের কাছে শিক্ষা, প্রশিক্ষণ, জীবিকা ও খাদ্য সুরক্ষার সুবিধা পৌঁছে দেওয়ার কাজও করবে।
Be the first to comment