আগামী ৪৮ ঘণ্টার মধ্যেই রাজ্যে ঢুকছে বর্ষা। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, দু’দিনের মধ্যেই বর্ষা ঢুকছে দক্ষিণে ৷ জানা গিয়েছে, উত্তর বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরি হয়েছে ৷ আগামী ৪৮ ঘণ্টার মধ্যে সেটি গভীর নিম্নচাপে পরিণত হবে ৷ আর এই গভীর নিম্নচাপকে সঙ্গে নিয়েই রাজ্যে ঢুকবে বর্ষা বৃহস্পতিবার এমনটাই জানালো আলিপুর হাওয়া অফিস।
এদিকে ইতিমধ্যেই মৎস্যজীবীদের জন্য সতর্কতা জারি করা হয়েছে ৷ বৃহস্পতিবার থেকেই মৎস্যজীবীদের সমুদ্রে মাছ ধরতে যাওয়ায় নিষেধাজ্ঞা জারি করা হয়েছে ৷ এমনকী যাঁরা সমুদ্রে আছেন, তাঁদেরও তাড়াতাড়ি ফিরে আসার পরামর্শ দেওয়া হয়েছে হাওয়া অফিসের তরফ থেকে ৷
Be the first to comment