সম্প্রতি মৃত ব্যক্তিদের পরিবারের পাশে দাঁড়ান রজনীকান্ত। তাদের পরিবারপিছু দু’লাখ টাকা আর্থিক সাহায্য দেওয়ার কথা ঘোষণা করেন। তুতিকোরিনের জেনারেল হাসপাতালে আহতদের দেখতে যান অভিনেতা তথা রাজনীতিবিদ কমল হাসানও।
প্রসঙ্গত, স্টারলাইট কপার প্ল্যান্টের বিরুদ্ধে বিক্ষোভ ও প্রতিবাদে উত্তাল হয়ে ওঠে তুতিকোরিন। গত ২২ মে রণক্ষেত্রের চেহারা নেয় এলাকা। পুলিশের গুলিতে মৃত্যু হয় ১৩ জনের। আহত হন ৬০ জনেরও বেশি মানুষ।
Be the first to comment