হেগড়েওয়ার দেশের মহান সন্তান। এভাবেই আরএসএসের প্রতিষ্ঠাতা কেশব বলিরাম হেগড়েওয়ারকে বর্ণনা করলেন প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়। নাগপুরে আরএসএসের সদর দফতরে তাঁর বক্তৃতার আগে হেগড়েওয়ারের জন্মস্থানে গিয়ে তাঁর মূর্তিতে মালা দেন প্রণববাবু। তারপর ভিজিটার্স বুকে লেখেন, আমি আজ ভারতমাতার মহান সন্তানকে শ্রদ্ধা জানাতে এখানে এসেছি। রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ তৈরির আগে হেগড়েওয়ার বিশের দশকে কংগ্রেসের সদস্য ছিলেন। ১৯২৫ সালে বেরিয়ে আসেন কংগ্রেস ছেড়ে। তাঁকে নাগপুরের দফতের স্বাগত জানান সরসংঘচালক মোহন ভাগবত।
তবে এদিন কর্মসূচিতে হেগড়েওয়ারের জন্মস্থানে যাওয়ার কথা না থাকলেও প্রণববাবু নিজেই সেখানে যেতে চান বলে জানা গিয়েছে। সংঘের বার্ষিক প্রশিক্ষণ শিবির শিক্ষাবর্গে যোগ দিতে বুধবারই নাগপুরে পৌঁছেছেন প্রণববাবু। এদিনের অনুষ্ঠানে মঞ্চে ছিলেন মোহন ভাগবত, রাজেশ লোয়ার মতো নেতারা। পাশাপাশি দর্শক আসনে ছিলেন সুভাষচন্দ্রের আত্মীয় অর্ধেন্দু বসু, অরবিন্দ মিলের মালিক লালজি ভাই, নিষাদ মফতলাল, অন্ধ্রের শিল্পপতি রাজেন্দ্র প্রসাদ, প্রাক্তন ফুটবলার কল্যাণ চৌবে।
Be the first to comment