ভোট আসছে। জোটের তৎপরতা ততই বাড়ছে। শুক্রবার দিল্লিতে কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী দেখা করলেন আরজেডি নেতা তেজস্বী যাদবের সঙ্গে। তেজস্বী বলেছেন, সংবিধানকে রক্ষা করতে ধর্মনিরপেক্ষ মবল্যবোধ অটুট রাখতেই এই বৈঠক। সম্প্রতি লোকসভার উপনির্বাচনে শাসক জেডি (ইউ)-কে হারানোর পর এই বৈঠক। সরকার গড়া নয়, দক্ষিণপন্থী শক্তিকে সংহত করতেই কথা হয়েছে। বৈঠক ফলপ্রসূ হয়েছে। দেশকে ভয়ের পরিবেশ থেকে মুক্ত করতেই কাজ করা হবে একসঙ্গে। অন্যদিকে, চণ্ডীগড়ে শিরোমণি আকালি দলের সঙ্গে বৈঠক করেছেন বিজেপি সভাপতি অমিত শাহ। বৈঠকের পর অকালি নেতা সুখবিন্দর সিং বাদল বলেছেন, বিজেপি তাদের স্থায়ী মিত্র। তাদের মধ্যে কোনও মতভেদ নেই।
Be the first to comment