এম এম কালবুর্গি আর সাংবাদিক গৌরী লঙ্কেশকে একই পিস্তলে হত্যা করা হয়েছে, জানালো পুলিশ

Spread the love

একই পিস্তলে হত্যা করা হয়েছে কর্নাটকের যুক্তিবাদী লেখক এম এম কালবুর্গি আর সাংবাদিক গৌরী লঙ্কেশকে। সেই একই ৭.৬৫ মিমি দেশি পিস্তল। ফরেন্সিক বিশেষজ্ঞরা পরীক্ষা করে এই কথা জানিয়েছেন। গৌরী হত্যার যে চার্জশিট পুলিশের সিট জমা দিয়েছে, তার সঙ্গেই এই ফরেন্সিক রিপোর্টও জুড়ে দেওয়া হয়েছে। ২০১৫ সালে কালবুর্গি ও ২০১৭ সালে গৌরীর হত্যার মধ্যে যোগসূত্রের কথা এই প্রথম সরকারিভাবে জানাল পুলিশ। পুলিশ জানাচ্ছে, দুজনকেই খুন করেছে একই লোকজন। ধারওয়ারে খুন হন কালবুর্গি, বেঙ্গালুরুতে গৌরী। মূল অভিযুক্ত কে টি নবীন কুমারের সঙ্গে আরও ৪-৫ জন অভিযুক্ত একই পিস্তল আর গুলি ব্যবহার করে খুন করেছে।

গৌরীর দেহ থেকে তিনটি গুলি আর চারটি খালি খোল উদ্ধার করেছিল পুলিশ। একটি গুলি লক্ষভ্রষ্ট হয়। কালবুর্গির দেহ থেকে পাওয়া দুটি গুলির সঙ্গে সেগুলির তুলনা করেছে ফরেন্সিক দল। কর্নাটক পুলিশের সিট হিন্দুত্ববাদী সংগঠন সনাতন সংস্থা ও তার সহযোগী হিন্দু জনজাগৃতি সমিতির পাংচজনতে গ্রেফতার করেছে। চার্জশিট জানাচ্ছে, নবীন কুমার বলেছে, হিন্দু ধর্ম নিয়ে লেখার জন্যই গৌরীকে খুন করা হয়েছে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*