আগামী সোমবার থেকে বর্ধিত ভাড়া লাগু হবে রাজ্যে। শুক্রবারই বাস-ট্যাক্সির ভাড়া সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করেছে পরিবহণ দফতর। বিজ্ঞপ্তির নির্দেশিকা মেনেই ভাড়ার তালিকা তৈরি করা হচ্ছে। সেজন্য আজ ও আগামীকালও ভেহিকেলসের অফিসগুলিকে খোলা রাখার নির্দেশ দেওয়া হয়েছে। পরিবহন দফতর সূত্রে আরও জানা গেছে, এসি বাসের ভাড়া বৃদ্ধি সংক্রান্ত বিষয়টি আলাদা করে কয়েকদিনের মধ্যেই জারি করা হবে। যে পদ্ধতি মেনে সাধারণ বাস-ট্যাক্সির ভাড়া বেড়েছে, সেভাবেই এসি বাসেরও ভাড়া বাড়নো হতে পারে।
প্রসঙ্গত, সরকারি-বেসরকারি বাসের প্রতি স্টেজে ভাড়া এক টাকা করে বাড়ছে বলে গত বুধবার নবান্ন থেকে ঘোষণা করা হয়েছিল। বলা হয়েছিল, ট্যক্সির ভাড়াও সমহারে বৃদ্ধি করা হবে। ট্যাক্সিতে উঠলেই এখন থেকে দিতে হবে ৩০ টাকা। পরের প্রতি ২০০ মিটারে বাড়তি তিন টাকা করে যোগ হবে। একই সঙ্গে বাড়ছে লঞ্চের ভাড়াও। সেই সঙ্গে ট্রামের নতুন ভাড়া হবে চার কিলোমিটার পর্যন্ত ছয় টাকা। তার বেশি দূরত্বের জন্য ভাড়া সাত টাকা।
Be the first to comment