অংশুমান চক্রবর্তী,
শুক্রবার বাংলা আকাদেমি সভাঘরে উদ্বোধন হল এপার ওপার দুই বাংলা সাহিত্য উৎসবের। চলবে রবিবার পর্যন্ত। পশ্চিমবঙ্গ বাংলা আকাদেমি সভাঘর ও জীবনানন্দ সভাঘরে তিন দিন আলোচনা, কবিতা পাঠ ও আবৃত্তি পরিবেশন করছেন বিশিষ্ট আলোচক, কবি ও আবৃত্তিশিলপীরা। উৎসবের অনুষ্ঠান সূচি প্রকাশ করে কবি সুবোধ সরকার বলেন, এই উৎসব মূলত তরুণ কবিদের। অংশ নিচ্ছেন প্রবীনরাও। এই উৎসবে দুই বাংলা মিলে মিশে একাকার হয়ে যাবে।
Be the first to comment