শনিবার পূর্বাভাস মতোই আকাশ কালো করে ধুলোর ঝড় শুরু হয় দিল্লির বেশ কিছু এলাকায়। বিকেল পাঁচটাতেই অন্ধকার নেমে আসে। ঝুলোর ঝড় আর প্রবল বৃষ্টিতে ব্যহত হয় জনজীবন। বৃষ্টির জেরে উড়ান পরিষেবা ব্যাহত হয়। ধুলোর ঝড় এবং বৃষ্টিতে দৃশ্যমানতা কমে প্রায় ৫০০ মিটার হয়ে গিয়েছিল। তার সঙ্গে ঘণ্টায় ৭২ কিলোমিটার বেগে ঝড় বইছিল। যার জন্য একাধিক উড়ান দিল্লিতে অবতরণ করতে পারেনি। খারাপ আবহাওয়ার কারণে দিল্লিগামী ২৭টি বিমানের অভিমুখ পরিবর্তন করে দেওয়া হয় ৷ আবহাওয়া দপ্তর জানিয়েছিল ৭০ থেকে ৮০ কিলোমিটার বেগে ঝড় হবে দিল্লিতে তার সঙ্গে হাল্কা বৃষ্টি। ঠিক তেমনটাই হল, শুধু বৃষ্টিটা পূর্বাভাসের তুলনায় একটু বেশিই হয়েছে। সপ্তাহান্তের বৃষ্টিতে কিছুটা হলেও তাপমাত্রা কমেছে রাজধানী দিল্লির। তার সঙ্গে বাতাসে আর্দ্রতার পরিমাণও অনেকটাই কমেছে।
এদিকে বিমান কর্তৃপক্ষের পক্ষ থেকে জানানো হয়েছে, কমপক্ষে ২০টি অন্তর্দেশীয় বিমান এবং ১২টি আন্তর্জাতিক বিমান সময়ের চাইতে অনেকটা দেরিতে চলছে ৷ একই সঙ্গে ট্রেন চলাচলও অনিয়মিত বলে খবর ৷ ট্রেনগুলি কমপক্ষে ১৫ থেকে ২০ মিনিট দেরি করে চলছে ৷
Be the first to comment